কলকাতার বুকে গাঁজা পাচার! খিদিরপুরে অভিযান চালিয়ে পুলিশের বড় সাফল্য

Published By: Khabar India Online | Published On:

গভীর রাত, হঠাৎই নীরবতা ভেঙে তৎপর হয়ে ওঠে পুলিশ—আর সেখানেই ফাঁস হয়ে যায় বড়সড় মাদক পাচারের ছক। ওড়িশা থেকে কলকাতায় পাচারের পথে উদ্ধার হল প্রায় ১২৫ কেজি গাঁজা। সোমবার রাতে খাস কলকাতার খিদিরপুর এলাকায় এই অভিযানে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে আগেই সতর্ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, একটি মালবাহী গাড়িতে করে বিপুল পরিমাণ গাঁজা ওড়িশা থেকে শহরে আনা হচ্ছে। সেই অনুযায়ী সোমবার রাতে শহরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ রুটে শুরু হয় কড়া নজরদারি।

দীর্ঘ তল্লাশির পর খিদিরপুর এলাকায় একটি ধূসর রঙের মালবাহী গাড়ি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। গাড়ি তল্লাশি করে পুলিশ দেখতে পায়, ভেতরে বিশেষ ভাবে তৈরি চেম্বারের মধ্যে লুকিয়ে রাখা রয়েছে বিপুল পরিমাণ গাঁজা। সমস্ত মাদক বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় ধৃতদের নাম নাজিমুদ্দিন মোল্লা ও তাইজুল মোল্লা। নাজিমুদ্দিন দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা এবং তাইজুল মগরাহাটের যুগদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি, বরং তাঁদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে।

পুলিশ জানিয়েছে, দু’জনের বিরুদ্ধেই মাদক পাচার সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।

প্রশ্ন ও উত্তর 

১) কত পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে?
প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

২) কোথা থেকে গাঁজা পাচার করা হচ্ছিল?
ওড়িশা থেকে কলকাতায় গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল।

৩) কোথায় অভিযান চালানো হয়?
কলকাতার খিদিরপুর এলাকায় অভিযান চালানো হয়।

৪) কতজনকে আটক করা হয়েছে?
এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

৫) তদন্তে কী জানা যাচ্ছে?
মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।