ভোটের আগে উত্তরবঙ্গে বড় চমক! বিধানসভা নির্বাচনের মুখে রেলকে সামনে রেখে একের পর এক ঘোষণা কেন্দ্রের। বন্দে ভারত স্লিপারের পর এবার উত্তরবঙ্গের জন্য ছয়টি নতুন ট্রেন চালুর কথা ঘোষণা করেছে রেল। যার মধ্যে রয়েছে দুটি অমৃত ভারত এক্সপ্রেস, যা ছাড়বে আলিপুরদুয়ার জংশন থেকে।
রেলের ঘোষণা অনুযায়ী, একটি অমৃত ভারত এক্সপ্রেস চলবে আলিপুরদুয়ার থেকে মুম্বইয়ের পানভেল পর্যন্ত। অন্যটি যাবে বেঙ্গালুরু। পাশাপাশি বহুদিনের দাবিতে সাড়া দিয়ে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি রোড স্টেশনে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের স্টপেজও দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপি—দুই পক্ষই দাবি করছে, তাদের চাপের ফলেই রেল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তৃণমূলের বক্তব্য, ধারাবাহিক আন্দোলন ও ডেপুটেশনের পরেই রেল নড়েচড়ে বসে। অন্যদিকে বিজেপির দাবি, উত্তরবঙ্গবাসীর সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যেই আগামী ১৭ জানুয়ারি মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে জোর জল্পনা। প্রশাসনিক সভা থেকেই প্রায় ৩২৬৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি নতুন ট্রেনগুলির সূচনা হতে পারে বলে খবর। ভোটের মুখে রেলের এই দরাজ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
প্রশ্ন ও উত্তর
উত্তরবঙ্গের জন্য কয়টি নতুন ট্রেন ঘোষণা হয়েছে?
উত্তরবঙ্গের জন্য মোট ছয়টি নতুন ট্রেনের ঘোষণা হয়েছে।অমৃত ভারত এক্সপ্রেস কোথা থেকে ছাড়বে?
দুটি অমৃত ভারত এক্সপ্রেসই আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়বে।কোন কোন শহরের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি যোগাযোগ হবে?
মুম্বইয়ের পানভেল ও বেঙ্গালুরু শহরের সঙ্গে সরাসরি ট্রেন চলবে।বন্দে ভারত স্লিপার ট্রেনের নতুন স্টপেজ কোথায়?
নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি রোড স্টেশনে।এই ঘোষণা কি ভোটের সঙ্গে যুক্ত বলে দাবি উঠছে?
হ্যাঁ, বিধানসভা ভোটের মুখে এই ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলেই দাবি বিরোধীদের।

