নিয়ন্ত্রণ হারিয়েই বিপর্যয়, উত্তরবঙ্গে খাদে গাড়ি, মৃত ৩

Published By: Khabar India Online | Published On:

উত্তরবঙ্গের নির্জন রাতে হঠাৎই ঘটল এমন এক মর্মান্তিক ঘটনা, যা মুহূর্তেই স্তব্ধ করে দিল গোটা এলাকা। উত্তরবঙ্গ সড়ক দুর্ঘটনা আবারও কেড়ে নিল তিনটি প্রাণ। রোববার গভীর রাতে সিটং-লাটপানঞ্চর-বাগোড়া সড়কের মানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি প্রায় ৩০০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সিটং ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ব্রিগেন ভুজেল, রূপেন খাওয়াস ও রমেশ গুরুং-এর। সোমবার সকালে রাস্তার ধারে দুর্ঘটনার চিহ্ন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে শুরু করে উদ্ধারকাজ, খাদ থেকে দেহ ও আহতদের তুলতে ব্যবহার করা হয় ক্রেনও।

বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরেই ওই রাস্তার অবস্থা ভীষণ খারাপ। পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তার যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বারবার বাড়ছে বলেই দাবি তাঁদের। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত অক্টোবরেও উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণহানি ঘটে চার জনের। মিরিক যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী গাড়ি, আহত হন আরও ১৫ জন। দুর্গম পাহাড়ি রাস্তা হওয়ায় নিয়মিতই এমন দুর্ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

1. সিটংয়ে দুর্ঘটনাটি কখন ঘটেছিল?
রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

2. দুর্ঘটনায় মোট কতজন প্রাণ হারিয়েছেন?
মোট তিনজনের মৃত্যু হয়েছে।

3. নিহতদের মধ্যে কে পঞ্চায়েত সদস্য ছিলেন?
ব্রিগেন ভুজেল সিটং ১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন।

4. রাস্তার খারাপ অবস্থাই কি দুর্ঘটনার কারণ?
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থাই অন্যতম কারণ।

5. উদ্ধারকাজে কী ব্যবহার করা হয়েছে?
গভীর খাদ থেকে গাড়ি তুলতে একটি ক্রেন ব্যবহার করা হয়েছে।