নাইজেরিয়ায় জঙ্গি আইএসের ওপর মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই আফ্রিকার আকাশে নেমে এলো যুদ্ধের গর্জন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণনাশক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভিযানের কথা জানান। তিনি বলেন, খ্রিস্টানদের টার্গেট করে হত্যায় জড়িত “সন্ত্রাসী ময়লাদের” বিরুদ্ধেই এই হামলা চালানো হয়েছে।

ট্রাম্পের দাবি, মার্কিন সেনারা একাধিক নির্ভুল স্ট্রাইক পরিচালনা করেছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগেই গত নভেম্বরে নাইজেরিয়ায় আইএসের তৎপরতা রুখতে সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তার ভাষায়, সন্ত্রাসবাদকে আগেই ঠেকানো না গেলে বিশ্ব আরও অস্থির হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা ও গণহত্যা চলছে। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, ধর্মের ভিত্তিতে হত্যার নির্দিষ্ট প্রমাণ তারা পায়নি।

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনিবুর প্রশাসন জানিয়েছে, আইএসবিরোধী যেকোনো অভিযান দুই দেশের সমন্বয়ের মাধ্যমেই হওয়া উচিত। দেশটির পক্ষ থেকে সার্বভৌমত্বের বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

প্রশ্ন ও উত্তর 

১. নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্র কেন হামলা চালাল?
আইএসের সন্ত্রাসী কার্যক্রম দমন করতেই এই অভিযান চালানো হয়েছে।

২. হামলার নির্দেশ কে দিয়েছেন?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের নির্দেশ দিয়েছেন।

৩. হামলায় কতজন নিহত হয়েছে?
ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

৪. নাইজেরিয়ার প্রতিক্রিয়া কী?
নাইজেরিয়া সমন্বিত অভিযানের পক্ষে মত দিয়েছে এবং সার্বভৌমত্বের কথা স্মরণ করিয়েছে।

৫. আইএস কোন এলাকায় সক্রিয়?
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আইএসের তৎপরতা বেশি দেখা যায়।