হায়দরাবাদের মলে হেনস্থার শিকার নিধি আগরওয়াল, ভাইরাল ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্ক

Published By: Khabar India Online | Published On:

এক মুহূর্তের আনন্দই যে ভয়ংকর অভিজ্ঞতায় বদলে যেতে পারে, তা যেন চোখে আঙুল দিয়ে দেখাল হায়দরাবাদের এই ঘটনা। আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গানমুক্তি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন অভিনেত্রী নিধি আগরওয়াল।

বুধবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি জনপ্রিয় মলে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নিধি। কিন্তু অনুষ্ঠান শেষে পিছনের গেট দিয়ে বেরিয়ে গাড়িতে ওঠার সময়েই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়, ধস্তাধস্তি আর মোবাইল ক্যামেরার ঝাঁকুনিতে চরম অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভিড়ের চাপে নিধির পরনের পোশাক প্রায় খুলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কেউ ওড়নায় টান দিচ্ছেন, কেউ আবার ছবি তোলার জন্য অস্বাভাবিক রকম কাছে চলে আসছেন। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করার সময় নিধির চোখেমুখে স্পষ্ট আতঙ্ক ধরা পড়ে।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গায়িকা চিন্ময়ী শ্রীপাদা। সমাজমাধ্যমে তিনি সরাসরি পুরুষদের কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানান। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয় পাল্টা বিতর্ক— কেউ তাঁর পাশে দাঁড়ান, আবার কেউ সমালোচনা করেন।

ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত নিধি আগরওয়াল বা ‘রাজা সাব’ ছবির নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই ঘটনা ফের একবার তারকাদের নিরাপত্তা ও জনসমাগমে শালীনতার প্রশ্ন তুলে দিল।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন 1: কোথায় হেনস্থার শিকার হন নিধি আগরওয়াল?
উত্তর: হায়দরাবাদের একটি মলে আয়োজিত গানমুক্তি অনুষ্ঠানে।

প্রশ্ন 2: কোন ছবির অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি?
উত্তর: আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গানমুক্তি অনুষ্ঠানে।

প্রশ্ন 3: কী কারণে অস্বস্তিতে পড়েন নিধি?
উত্তর: অতিরিক্ত ভিড়, ধস্তাধস্তি ও পোশাক নিয়ে টানাটানির কারণে।

প্রশ্ন 4: এই ঘটনায় কে প্রতিবাদ জানিয়েছেন?
উত্তর: গায়িকা চিন্ময়ী শ্রীপাদা প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

প্রশ্ন 5: নিধি আগরওয়াল কি কোনও মন্তব্য করেছেন?
উত্তর: না, এখনও পর্যন্ত তিনি কোনও মন্তব্য করেননি।