ক্রাইস্টচার্চের শীতল হাওয়ার মতোই জমে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং—এমনই হতাশার চিত্র দেখা গেল ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে। প্রথম ম্যাচে দীর্ঘ সময় ক্রিজে থেকে লড়াই করা দলটি এবার দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩৩ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারের মুখ দেখল নিউজিল্যান্ডের বিপক্ষে।
তৃতীয় দিনের দুপুরেই বেসিন রিজার্ভে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস থেমে যায় ১২৮ রানে। অবিশ্বাস্য ধারাবাহিকতায় বোলিং করে জ্যাকব ডাফি তুলে নেন পাঁচ উইকেট—মাত্র তিন টেস্টে এটি তার দ্বিতীয় পাঁচ উইকেট সংগ্রহ। স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান, যেটি ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন অনায়াসেই তুলে নেন টি–বিরতিতে যাওয়ার আগেই।
নিউজিল্যান্ডের পেস আক্রমণে বেশ কয়েকজন নতুন মুখ থাকলেও তারা ধরে রেখেছে চমৎকার শৃঙ্খলা। ডাফি, জ্যাক ফকস, ব্লেয়ার টিকনার ও অভিষিক্ত মাইকেল রে—চারজনই নিজেদের দায়িত্ব পালন করেছেন দারুণভাবে। অধিনায়ক টম ল্যাথাম ম্যাচ শেষে জানান, তরুণ বোলারদের এই নিয়ন্ত্রিত বোলিংই জয়কে সহজ করেছে।
তৃতীয় দিনের শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩২–২ থেকে লাঞ্চে স্কোর দাঁড়ায় ৯৮–৬। আগের টেস্টের মতো জেগে ওঠার কোনো ইঙ্গিত এবার তারা দেখাতে পারেনি। লাঞ্চের পর মাত্র ৯.২ ওভারে শেষ হয়ে যায় ইনিংস। জাস্টিন গ্রিভসকে এলবিডব্লিউ করে ডাফি আরও বিপদে ফেলেন ক্যারিবিয়ানদের—রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প ছুঁতে চলেছিল।
অধিনায়ক রোস্টন চেইস স্পষ্টভাবে স্বীকার করেন, ব্যাটিং ব্যর্থতাই দলের বড় সমস্যা। বোলাররা ম্যাচে ফেরালেও ব্যাটসম্যানরা কেউই উইকেটে সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে কাভেম হজের ৩৫ রানের চেষ্টা সঙ্গীহীন ছিল, আর ব্র্যান্ডন কিং রানআউট হয়ে গেলে চাপ বাড়ে আরও। মাঝ উইকেটে উইল ইয়াংয়ের দারুণ ডাইভিং ক্যাচে শেষ হয় হজের ইনিংস।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২০৫, জবাবে নিউজিল্যান্ড ২৭৮–৯ করে ইনিংস ঘোষণা করে নেয়।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার, মাউন্ট মঙ্গানুইতে।
1. ওয়েস্ট ইন্ডিজ কেন এত দ্রুত ব্যাটিং ধসে পড়ে?
প্রথম থেকেই চাপের মধ্যে পড়ে উইকেট হারানোয় ব্যাটাররা নিজেদের ইনিংস বড় করতে পারেনি।
2. জ্যাকব ডাফির বোলিং কেন বিশেষভাবে আলোচনায়?
মাত্র তিন টেস্টেই দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে তিনি কিউইদের আক্রমণে নতুন শক্তি এনে দিয়েছেন।
3. উইলিয়ামসন ও কনওয়ে লক্ষ্য তাড়া করতে কতটা সহজে খেলেছেন?
মাত্র ৫৬ রানের লক্ষ্য তারা কোনো ঝুঁকি না নিয়েই সহজে তুলে নেন।
4. ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেইস কী বললেন ব্যাটিং নিয়ে?
তিনি স্বীকার করেছেন, ব্যাটারদের ব্যর্থতাই ম্যাচের ফল নির্ধারণ করেছে।
5. সিরিজে এখন কারা এগিয়ে?
নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে।

