রাজ্য সরকারের নতুন নির্দেশিকা, স্কুল পড়ুয়াদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক।
আধার কার্ড বর্তমানে যে কোনো সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য অপরিহার্য। শিক্ষাক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। তাই রাজ্যের শিক্ষা দফতর স্কুল পড়ুয়াদের আধার কার্ড তৈরি ও আপডেট সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে।
দুই ধাপে আধার কার্ড আপডেট শিক্ষা দফতরের নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র একবার নয়, বরং দুইবার আধার কার্ড যাচাই ও আপডেট করা বাধ্যতামূলক। ইতিমধ্যে রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
কবে হবে আধার আপডেট? শিক্ষার্থীরা যাতে সরকারি প্রকল্পগুলোর সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে জন্য দুই দফায় আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
• প্রথম আপডেট: ৫ বছর বয়সে
• দ্বিতীয় আপডেট: ১৫ বছর বয়সে
এই আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও জেলা বিদ্যালয় আধিকারিকরা এই দায়িত্ব পালন করবেন।
সর্বভারতীয় পরীক্ষার জন্য আধার লিঙ্ক বাধ্যতামূলক নতুন নির্দেশিকা অনুযায়ী, সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশিকায় কিউআর কোড সুবিধা নিয়ম আরও সহজে বোঝানোর জন্য শিক্ষা দফতর একটি বিশেষ কিউআর কোড সংযুক্ত করেছে। এই কোড স্ক্যান করলে আধার আপডেট প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ একটি ভিডিও দেখা যাবে। এতে শিক্ষার্থীরা সহজেই পুরো পদ্ধতিটি বুঝতে পারবে।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষার্থীর আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি।”
এই নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা সহজেই সরকারি প্রকল্পের সুবিধা পাবে এবং শিক্ষাক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব আরও সুদৃঢ় হবে।

