হঠাৎই তৈরি হলো চরম উদ্বেগের পরিস্থিতি, যখন জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীকে হৃদ্যন্ত্রের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করতে হলো। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হার্ট–সংক্রান্ত সমস্যাই নচিকেতার অসুস্থতার মূল কারণ। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলে নির্ধারিত শো বাতিল করেন। রোববারের (৭ ডিসেম্বর) আরেকটি শোও বাতিল করতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁর আগামী সব শো আপাতত স্থগিত রাখা হয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতেও স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তখন সারভাইকাল স্পন্ডিলাইটিসের কারণে একটি শো বাতিল করেছিলেন এই শিল্পী। শীতকালে সমস্যা আরও বেড়ে যেত বলে জানিয়েছিল পরিবার। তবে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা—এবার তিনি হার্ট জটিলতায় চিকিৎসাধীন।
পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনও বিবৃতি না এলেও ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানাচ্ছেন।
1. নচিকেতা চক্রবর্তী কেন হাসপাতালে ভর্তি হয়েছেন?
হৃদ্যন্ত্রের জটিলতার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
2. তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন?
চিকিৎসকেরা জানিয়েছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
3. নচিকেতার কোন কোন শো বাতিল করা হয়েছে?
আসানসোলের শো এবং রোববারের নির্ধারিত শো বাতিল হয়েছে। ভবিষ্যতের সব শোও স্থগিত।
4. এর আগে কি নচিকেতা এমন অসুস্থ হয়েছিলেন?
২০২৩ সালের ফেব্রুয়ারিতে সারভাইকাল স্পন্ডিলাইটিসের কারণে তিনি একটি শো বাতিল করেছিলেন।
5. পরিবার কি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে?
না, পরিবারের পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

