ছেলের আশঙ্কার মাঝেই জান্তার বার্তা, সু চি ভাল আছেন

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই এক বিবৃতিতে অং সান সু চির নাম—আর তাতেই নতুন করে শুরু বিতর্ক। মিয়ানমারের সামরিক জান্তা সরকার জানিয়েছে, দেশটির প্রাক্তন গণতন্ত্রপন্থি নেত্রী ও নোবেলজয়ী অং সান সু চি শারীরিকভাবে সুস্থ আছেন।

মঙ্গলবার জান্তা-নিয়ন্ত্রিত একটি ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “অং সান সু চির স্বাস্থ্য ভালো আছে।” তবে তার বর্তমান অবস্থা, চিকিৎসা বা কোথায় রাখা হয়েছে—এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়নি সরকার।

এই বিবৃতি আসে এমন এক সময়, যখন সু চির ছেলে কিম অ্যারিস আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দীর্ঘদিন কোনও যোগাযোগ না থাকায় তার মা হয়তো আর বেঁচে নেই। জাপানে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, গত কয়েক বছর ধরে ৮০ বছর বয়সি মায়ের সঙ্গে তার কোনও যোগাযোগ হয়নি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর সু চি ক্ষমতাচ্যুত হন এবং তারপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে কেবল বিক্ষিপ্ত তথ্যই পেয়েছেন বলে জানান অ্যারিস। হৃদযন্ত্র, হাড় ও মাড়ির সমস্যার কথাও শোনা গেছে বিভিন্ন সূত্রে।

এদিকে জান্তা সরকার অ্যারিসের বক্তব্যকে “অতিরঞ্জিত” বলে দাবি করেছে। সরকারের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতি অস্থির করতে তিনি ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করছেন। উল্লেখযোগ্যভাবে, ২৮ ডিসেম্বর থেকে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন শুরু হওয়ার কথা, যা ২০২০ সালের পর প্রথম সাধারণ নির্বাচন।

২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সু চিকে রাজধানী নেপিদোতে বন্দি রাখা হয়েছে বলে ধারণা অ্যারিসের। দুই বছর আগে পাওয়া শেষ চিঠিতে বন্দিশিবিরের চরম তাপমাত্রা নিয়ে মায়ের কষ্টের কথাও জানিয়েছিলেন তিনি।

সু চির মুক্তির দাবিতে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম অ্যারিস, বিশেষ করে জাপানসহ বিদেশি সরকারগুলোর প্রতি।

প্রশ্ন ও উত্তর

১) জান্তা সরকার কী বলেছে সু চির স্বাস্থ্য নিয়ে?
জান্তা সরকার দাবি করেছে, অং সান সু চি শারীরিকভাবে সুস্থ আছেন।

২) সু চির স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য কি দেওয়া হয়েছে?
না, কোনও চিকিৎসা বা শারীরিক অবস্থার প্রমাণ দেওয়া হয়নি।

৩) সু চির ছেলে কেন উদ্বেগ প্রকাশ করেছিলেন?
দীর্ঘদিন যোগাযোগ না থাকায় তিনি আশঙ্কা করেছিলেন, তার মা হয়তো মারা গেছেন।

৪) মিয়ানমারে কবে নির্বাচন শুরু হচ্ছে?
২৮ ডিসেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন শুরু হওয়ার কথা।

৫) সু চি বর্তমানে কোথায় বন্দি?
তার ছেলে মনে করেন, তাকে রাজধানী নেপিদোতে বন্দি রাখা হয়েছে।