আমার প্রথম ভালোবাসা এই জগৎ-এ নেই!

Published By: Khabar India Online | Published On:

আমার প্রথম ভালোবাসা এই জগৎ-এ নেই!

হৃদয়ের কোণে এক অস্পষ্ট ছায়া,
মনে হয় সে আমার পাশেই আছে।
চোখের সামনে খুঁজে পাই না তার স্পর্শ,
তবুও তার ভালোবাসায় মন হয় অস্থির।

প্রথম প্রেমের জাগরণ

স্মৃতির পাতায়,
তার মুখ দেখতে পাই।
স্বপ্নের রাজ্যে দেখা তার সোনালি হাসি,
জাগে ভোর মুছে যায় সব স্মৃতি ধোঁয়া।

অদৃশ্য মানুষের প্রতি ভালোবাসা

জানি না সে কোথায়?
তবুও তার জন্যই বাজে আমার গানের সুর।
তার জন্যই কাঁদে আমার কবিতা,
তার জন্যই ধরা পড়ে আমার অশ্রুজল।

অসম্ভব প্রেমের বেদনা

তাকে ছাড়া জীবন শূন্য, অর্থহীন,
তাকে পেলেই পূর্ণ হবে আমার ভুবন।
কিন্তু জানি, এই ভালোবাসা অসম্ভব,
তবুও মন মানে না, হৃদয় হয় ব্যথিত।

অপেক্ষার যন্ত্রণা

জানি না কবে? কোথায়? কিভাবে দেখা হবে?
তার সাথে মিলে যাবো যখন, সব দুঃখ ভুলে যাবো।
ততদিন অপেক্ষায় থাকবো ধৈর্য ধরে,
আমার প্রথম ভালোবাসার জন্য, মনকে প্রস্তুত করি।

হয়তো কখনো দেখা হবে না তার সাথে,
তবুও তার ভালোবাসা থাকবে চিরকাল আমার সাথে।
এই অসম্পূর্ণ ভালোবাসা, হয়ে থাকবে আমার জীবনের গান,
আমার প্রথম ভালোবাসা এই জগৎ নেই, তবুও সেই ভালোবাসা অমর।

ট্যাগঃ
আমার প্রথম ভালোবাসা এই জগৎ-এ নেই