কলকাতায় ফিরেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চিত মানুষদেরকে সঙ্গে নিয়ে দিল্লির যন্ত্ররমন্তরে গিয়েছিলেন সেখানে ধর্না কর্মসূচিতে। ২ রা অক্টোবর এবং ৩ রা অক্টোবর ধরনা কর্মসূচি পালন করার পর, আজ বুধবার সন্ধ্যে সাতটার সময় কলকাতা বিমানবন্দরে ফিরলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

• কলকাতায় ফিরেই তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন দ্বিতীয় দিনের ধর্না কর্মসূচিতে মহিলা বিধায়ক এবং মন্ত্রীদের টেনে হিঁজরে কৃষি ভবন থেকে তুলে দেওয়া হয়েছে।

•এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সম্পূর্ণ পরিবারকে ইডি আধিকারিকদের তলব প্রসঙ্গে তিনি জানান – ‘আমার গলা কেটে দিলেও জয়বাংলা বেরোবে নরেন্দ্র মোদির কাছে আমি আত্মসমর্পণ করব না’…।