এক ঝলকে বদলে যাওয়া খবরের দুনিয়ায় হঠাৎ করেই কিছু নাম সবার নজর কাড়ে— আর সেখান থেকেই শুরু হয় অনলাইন সার্চের ঢল। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। রাজনীতি, প্রযুক্তি ও বিনোদন— এই তিন ক্ষেত্রই বছরজুড়ে বৈশ্বিক অনলাইন কৌতূহলের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
আহরেফস সার্চ ভলিউম ডেটার ভিত্তিতে প্লেয়ার্সটাইম পরিচালিত এক বিশ্লেষণে দেখা গেছে, গত ১২ মাসের গড় হিসাব অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তিত্ব হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। প্রতি মাসে তাকে নিয়ে গড়ে প্রায় ১ কোটি ৬০ লাখ বার সার্চ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা Elon Musk, যাকে নিয়ে মাসিক সার্চের সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ।
বিনোদন অঙ্গনের দাপট
২০২৫ সালের শীর্ষ দশ সার্চ তালিকার বড় অংশজুড়ে রয়েছেন সংগীতশিল্পীরা। Taylor Swift, Sabrina Carpenter, এক্সএক্সএক্সটেনটাসিওন এবং Romeo Santos— প্রত্যেকের নামই মাসে ৬ থেকে ৮ মিলিয়ন বার সার্চ হয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও শক্তিশালী বৈশ্বিক ফ্যানবেস সংগীতশিল্পীদের দৃশ্যমানতাকে অন্য সব খাতের তুলনায় অনেক এগিয়ে দিয়েছে।
খেলাধুলায় তুলনামূলক কম উপস্থিতি
খেলাধুলার সার্চ ভলিউম সামগ্রিকভাবে কম হলেও কিছু তারকা এখনো বৈশ্বিক মনোযোগ ধরে রেখেছেন। ফুটবল সুপারস্টার Cristiano Ronaldo শীর্ষ সার্চ হওয়া ক্রীড়াবিদদের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। পাশাপাশি তরুণ প্রতিভা Lamine Yamal প্রথমবারের মতো বৈশ্বিক শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন, যা নতুন প্রজন্মের ফুটবলারদের প্রতি আগ্রহের ইঙ্গিত দেয়।

