রাশিয়ার রাজধানীতে ফের বিস্ফোরণ, দুই পুলিশসহ প্রাণ গেল তিনজনের

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। রাশিয়ার রাজধানী মস্কো-র একটি থানার সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ মোট তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, থানার সামনে দাঁড়িয়ে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই ট্রাফিক পুলিশ সদস্য। ঠিক সেই সময়ই সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরণ ঘটায়।

রুশ তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য ও পুলিশের গাড়ির পাশে থাকা এক বেসামরিক ব্যক্তি নিহত হন। নিহত পুলিশদের বয়স ছিল ২৪ ও ২৫ বছর। ২৫ বছর বয়সী পুলিশ সদস্যের স্ত্রী ও মাত্র ৯ মাসের একটি সন্তান রয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই বিস্ফোরণের মাত্র দুদিন আগেই একই এলাকায় গাড়ি বোমা হামলায় রাশিয়ার এক সেনা জেনারেলের মৃত্যু হয়। ফলে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এই হামলার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তবে অতীতে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে রাশিয়ার ভেতরে এ ধরনের হামলার অভিযোগ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

  1. মস্কোয় বিস্ফোরণটি কোথায় ঘটেছে?
    ইয়েলেতস্কায়া সড়কে একটি থানার সামনে বিস্ফোরণটি ঘটে।

  2. এই ঘটনায় কতজন নিহত হয়েছেন?
    দুই পুলিশ সদস্যসহ মোট তিনজন নিহত হয়েছেন।

  3. বিস্ফোরণের সময় কী ঘটেছিল?
    সন্দেহভাজন ব্যক্তির কাছে গেলে তিনি নিজেই বোমার বিস্ফোরণ ঘটান।

  4. নিহত পুলিশ সদস্যদের বয়স কত ছিল?
    একজনের বয়স ২৪ বছর, অন্যজনের বয়স ২৫ বছর।

  5. হামলার পেছনে কারা থাকতে পারে?
    এখনো নিশ্চিত নয়, তবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।