খেলার প্রথম আলোতেই যেন বাতাসে নতুন ইতিহাসের গন্ধ—এমনই এক রোমাঞ্চকর শুরু উপহার দিলেন মিচেল স্টার্ক। অ্যাশেজের গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়ান তারকা বাঁ হাতি পেসার তৈরি করলেন এক অনন্য রেকর্ড। ভেঙে দিলেন ওয়াসিম আক্রমের বহুদিনের সর্বকালের সেরা বাঁ হাতি পেসারের উইকেট রেকর্ড।
স্টার্কের দরকার ছিল মাত্র দুই উইকেট। শুরুতেই সেই লক্ষ্য পূরণে দেরি করেননি তিনি। গাব্বার মাটিতে বৃহস্পতিবার প্রথম ওভারেই শূন্য রানে বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে রেকর্ডের দিকে এগিয়ে যান। এর পর অলি পোপকে সাজঘরে পাঠিয়ে স্পর্শ করেন আক্রমের ৪১৪ উইকেটের মাইলস্টোন।
অপেক্ষা ছিল শুধু রেকর্ড ভাঙার। হ্যারি ব্রুক স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিলেই ইতিহাস লেখা হয়ে যায়—স্টার্ক হয়ে ওঠেন টেস্টে সর্বকালের সেরা বাঁ হাতি পেসার। বর্তমানে তাঁর ঝুলিতে ১০২ টেস্টে ৪১৫ উইকেট। গোলাপি বলের টেস্টে তাঁর আধিপত্যও অব্যাহত—এখন পর্যন্ত তুলে নিয়েছেন ৮০ উইকেট।
ইংল্যান্ড টসে জিতে ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে। ডাকেট ও পোপ কেউই খাতা খুলতে পারেননি। মাত্র ৫ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ব্রিটিশরা। এরপর জ্যাক ক্রলি ও জো রুট পরিস্থিতি সামাল দিতে তৃতীয় উইকেটে যোগ করেন বড় জুটি। ৭৬ রান করে আউট হন ক্রলি, আর রুট তখনো অপরাজিত ৭০ রানে।
অ্যাশেজের প্রথম ম্যাচেই ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া স্টার্ক আবারও প্রমাণ করলেন—লাল বলের ক্রিকেটে তিনি সত্যিই অনন্য। তাঁর এই রেকর্ড শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও নতুন মানদণ্ড স্থাপন করল।
স্টার্ক কোন রেকর্ডটি ভাঙলেন?
ওয়াসিম আক্রমের টেস্টে বাঁ হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ভাঙলেন।স্টার্ক বর্তমানে কত উইকেট নিয়েছেন?
১০২ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৪১৫।প্রথম উইকেট কাকে আউট করেন স্টার্ক?
বেন ডাকেটকে প্রথম ওভারেই শূন্য রানে ফেরান।গোলাপি বলের টেস্টে স্টার্ক কত উইকেট নিয়েছেন?
গোলাপি বলের টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৮০।ইংল্যান্ডের প্রাথমিক ব্যাটিং কেমন ছিল?
শুরুতেই ডাকেট ও পোপ শূন্য রানে আউট হয়ে দলকে চাপে ফেলেন।

