কলকাতা প্রস্তুত এক মহা ঐতিহাসিক দিনের জন্য—একই মঞ্চে হাজির হতে চলেছেন লিওনেল মেসি ও বলিউডের কিং শাহরুখ খান। শহরজুড়ে এখন শুধু একটাই আলোচনা, ১৩ ডিসেম্বরের সেই অবিস্মরণীয় মুহূর্ত নিয়ে।
দীর্ঘ প্রতীক্ষার পর ফের কলকাতায় আসছেন ফুটবল জাদুকর মেসি। তাঁকে এক নজর দেখার জন্য ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই সাজিয়ে তুলছেন প্রস্তুতি। অন্যদিকে, শাহরুখ খানের উপস্থিতি বাড়িয়ে তুলেছে উচ্ছ্বাসের মাত্রা। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিনি ইঙ্গিত দিয়েছেন, এবার ক্রিকেট মাঠ নয়—ফুটবলের মাঠেই দেখা যাবে তাঁকে।
সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় অংশ নেওয়ার কথা নিজেই নিশ্চিত করেছেন কিং খান। ফলে মেসি-শাহরুখের যুগলবন্দী নিঃসন্দেহে হয়ে উঠছে বছরের সবচেয়ে বড় উপহার কলকাতাবাসীর জন্য।
২০১১ সালে মেসির প্রথম কলকাতা সফর থেকেই শাহরুখ তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে আসছেন। খেলাধুলাকে মানুষের হৃদয়ের সংযোগ হিসেবে দেখেন তিনি। তাই বড় তারকার সঙ্গে সাক্ষাৎ নয়, বরং খেলাকে সম্মান করতেই তিনি এমন আয়োজনে থাকতে ভালোবাসেন।
এদিকে মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে কলকাতা, এরপর মুম্বাই এবং সর্বশেষ দিল্লি সফর করবেন তিনি। তিন দিনজুড়ে ভারত মেতে থাকবে এই ফুটবল কিংবদন্তির আগমনী উচ্ছ্বাসে।
1. লিওনেল মেসি কবে কলকাতায় আসছেন?
১৩ ডিসেম্বর তিনি সল্টলেক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
2. শাহরুখ খান কেন এই অনুষ্ঠানে আসছেন?
তিনি স্বেচ্ছায় মেসির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
3. মেসি কতদিন ভারতে থাকবেন?
মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ভারত সফর করবেন।
4. শাহরুখের পোস্টে ‘মেসি রাইড’ কথার অর্থ কী?
তিনি জানান, ক্রিকেট ম্যাচ নয়—ফুটবলের আয়োজনে যোগ দিতে কলকাতায় আসছেন।
5. মেসি কলকাতার পর কোথায় যাবেন?
কলকাতা সফর শেষে তিনি মুম্বাই ও দিল্লি যাবেন।

