যুবভারতী কাণ্ডে শোকজের জবাব দিলেন রাজীব কুমার সহ ৩ কর্তা

Published By: Khabar India Online | Published On:

হাজারো সমর্থকের উত্তেজনা, তার মাঝেই হঠাৎ তৈরি হওয়া বিশৃঙ্খলা—Messi Event Chaos নিয়ে এবার প্রশাসনিক স্তরে বড় আপডেট সামনে এল। যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনায় শোকজের মুখে পড়েন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার। নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই তাঁরা নিজেদের লিখিত জবাব জমা দিয়েছেন বলে সূত্রের খবর।

গত শনিবারের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিই তিন শীর্ষ আধিকারিককে শোকজ করেছিল। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের বক্তব্য জমা দেওয়া হয়েছে।

সূত্র অনুযায়ী, ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা তাঁর জবাবে উল্লেখ করেছেন, মেসির অনুষ্ঠানের যে পরিকল্পনার কথা আগে জানানো হয়েছিল, বাস্তবে তার সঙ্গে মূল অনুষ্ঠানের কোনও মিল ছিল না। শেষ মুহূর্তে আয়োজকেরা নিজের মতো করে পরিকল্পনা বদলে ফেলেন বলেই সমস্যা তৈরি হয়। তাঁর দাবি, অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দপ্তরের হাতে ছিল না। কার্যত তিনি বিশৃঙ্খলার দায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের দিকেই ঠেলে দিয়েছেন।

তবে ডিজি রাজীব কুমার ও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারের জবাবের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, ‘ফুটবলের যুবরাজ’ লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য শনিবার ভোর থেকেই যুবভারতী স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়। অনেকেই হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটেন। নির্ধারিত সময়েই মেসি স্টেডিয়ামে পৌঁছালেও মন্ত্রী, তারকা ও আয়োজকদের ভিড়ে তাঁকে কার্যত ঢেকে ফেলা হয়। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। এর পরেই ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়, পরে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে।

Q1. Messi Event Chaos কী নিয়ে?
A1. যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনাকেই Messi Event Chaos বলা হচ্ছে।

Q2. কারা শোকজের মুখে পড়েছিলেন?
A2. ডিজি রাজীব কুমার, ক্রীড়া সচিব রাজেশ কুমার সিনহা এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার।

Q3. শোকজের জবাব কি জমা দেওয়া হয়েছে?
A3. হ্যাঁ, তিনজনই নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত জবাব জমা দিয়েছেন।

Q4. ক্রীড়া সচিব কী দাবি করেছেন?
A4. তাঁর দাবি, মূল অনুষ্ঠানের পরিকল্পনা শেষ মুহূর্তে বদলে ফেলা হয়েছিল এবং ব্যবস্থাপনার দায় ক্রীড়া দপ্তরের ছিল না।

Q5. এখন পরবর্তী পদক্ষেপ কী?
A5. তদন্ত কমিটি জমা দেওয়া জবাব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।