হঠাৎ বিয়ে, তার পর পাহাড়ে মধুচন্দ্রিমা— আর সেই সঙ্গে শুরু সমালোচনা। কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী মৌবনী সরকার এবং চন্দননগরের সৌম্য রায়। বিয়ের এক সপ্তাহের মধ্যেই পাহাড়ে ঘুরতে গিয়েছেন নবদম্পতি।
দার্জিলিংয়ে ঘোরার নানা মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। মৌবনীর বিয়ের সাজ থেকে শুরু করে স্বামীর সঙ্গে ঘোরাঘুরির ছবি— সব কিছু নিয়েই চলছে মন্তব্য। ভালবাসার পাশাপাশি রয়েছে নেতিবাচক কথাও।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন মৌবনী। অভিনেত্রীর কথায়, মানুষ যে এত ভালবাসা দিচ্ছেন, সেটা ভেবে তিনি সত্যিই খুশি। অনেকেই তাঁদের ঘিরে ধরছেন, ছবি তুলছেন। সৌম্য এই জগতের মানুষ না হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছেন, সেটাও ভাল লাগছে মৌবনীর।
তবে সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। মৌবনী স্পষ্ট জানালেন, সকলের ভাল লাগবে এমনটা আশা করা যায় না। কারও যদি ছবি দেখে খারাপ লাগে, সেটা তাঁদের ব্যক্তিগত ভাবনা। তাই কটাক্ষকারীদের উদ্দেশে বিশেষ কিছু বলার নেই তাঁর।
এই মুহূর্তে পাহাড়ে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন মৌবনী। বেড়ানো শেষ করে ফিরেই আবার কাজে যোগ দেবেন তিনি। কাজের সূত্রে কলকাতাতেই থাকবেন অভিনেত্রী, তবে চন্দননগরে যাতায়াত থাকবে দু’জনেরই।
প্রশ্ন 1: মৌবনী সরকার কাকে বিয়ে করেছেন?
উত্তর: মৌবনী সরকার চন্দননগরের সৌম্য রায়কে বিয়ে করেছেন।
প্রশ্ন 2: বিয়ের পর কোথায় ঘুরতে গিয়েছেন তাঁরা?
উত্তর: বিয়ের পর নবদম্পতি পাহাড়ে, দার্জিলিংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছেন।
প্রশ্ন 3: কেন মৌবনীকে নিয়ে সমালোচনা হচ্ছে?
উত্তর: তাঁর বিয়ের সাজ ও হানিমুনের ছবি ঘিরেই সমাজমাধ্যমে সমালোচনা চলছে।
প্রশ্ন 4: সমালোচনা নিয়ে কী বললেন মৌবনী?
উত্তর: তিনি জানিয়েছেন, সকলের ভাল লাগবে এমন আশা করা যায় না, তাই কটাক্ষে গুরুত্ব দেন না।
প্রশ্ন 5: কবে কাজে ফিরবেন মৌবনী সরকার?
উত্তর: বেড়ানো শেষ করে খুব শিগগিরই তিনি আবার কাজে যোগ দেবেন।

