শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাস আটকে রাখার মতো এক ম্যাচ—ওল্ড ট্র্যাফোর্ডে এমনই এক ফুটবল নাটকের সাক্ষী হলো দর্শকরা। আট গোলের রোমাঞ্চকর লড়াই শেষে ম্যানইউ বোর্নমাউথ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ রুবেন আমোরিম রক্ষণে সামান্য বদল এনে আমাদ দিয়ালোকে এগিয়ে খেলান, আর সেই সিদ্ধান্তই শুরুতে ফল দেয়। ম্যাচের ১৩ মিনিটে কাছ থেকে হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন আমাদ।
তবে বোর্নমাউথ দ্রুতই ম্যাচে ফেরে। ৪০ মিনিটে সমতা এলেও বিরতির ঠিক আগে ক্যাসিমিরোর গোলে আবার লিড নেয় রেড ডেভিলরা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে যেন পুরো চিত্রটাই বদলে যায়। শুরু হওয়ার সাত মিনিটের মধ্যেই এভানিলসন ও মার্কাস ট্যাভার্নিয়ারের জোড়া গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। মুহূর্তেই ম্যাচে উত্তেজনার পারদ চড়ে যায়।
তবে অভিজ্ঞতার জোরে আবার ঘুরে দাঁড়ায় ম্যানইউ। মাত্র দুই মিনিটের ব্যবধানে ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক ও মাতেউস কুনহার গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় তারা। মনে হচ্ছিল, জয় বুঝি এবার নিশ্চিত।
কিন্তু শেষ কথা তখনও বাকি। ৮৪তম মিনিটে ১৯ বছর বয়সি এলি জুনিয়র ক্রুপির দুর্দান্ত শটে সমতায় ফেরে বোর্নমাউথ। সেই গোলেই নিশ্চিত হয় আট গোলের থ্রিলার থেকে দুই দলের এক পয়েন্ট করে পাওয়া।
ম্যাচে দুই দল মিলিয়ে ৩৮টি শট নেয়, যার মধ্যে প্রথম ১০ মিনিটেই ইউনাইটেড নেয় ছয়টি শট—যা সাম্প্রতিক প্রিমিয়ার লিগে বিরল। এই ড্রয়ে শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হারাল ম্যানইউ।
প্রশ্ন ও উত্তর
১. ম্যানইউ বনাম বোর্নমাউথ ম্যাচের ফল কী ছিল?
আট গোলের ম্যাচটি ৪-৪ ড্র হয়েছে।
২. ম্যানইউর পক্ষে কারা গোল করেন?
আমাদ দিয়ালো, ক্যাসিমিরো, ব্রুনো ফের্নান্দেস ও মাতেউস কুনহা গোল করেন।
৩. বোর্নমাউথের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি কে করেন?
শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি করেন এলি জুনিয়র ক্রুপি।
৪. এই ড্রয়ে লিগ টেবিলে ম্যানইউর অবস্থান কী?
১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে ষষ্ঠ স্থানে।
৫. ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়?
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে।

