শনিবারের যুবভারতী কাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মঙ্গলবার দুপুরে রাজ্য রাজনীতিতে বড় সিদ্ধান্তের ইঙ্গিত মিলল। তৃণমূল নেতা কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথম জানা যায়, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন অরূপ বিশ্বাস।
এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের কুণাল ঘোষের পোস্টে স্পষ্ট হয়, অরূপ বিশ্বাসের আর্জি মেনে তাঁকে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তদন্ত চলাকালীন সময়ে ক্রীড়াদপ্তরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী নিজেই।
কুণাল ঘোষ লেখেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসেবেই মমতা-ক্যাবিনেটে থাকছেন। শুধুমাত্র ক্রীড়া দপ্তর থেকেই তাঁকে আপাতত সরানো হয়েছে।
শনিবার যুবভারতীতে মেসির উপস্থিতিকে ঘিরে শুরু হয় চরম বিশৃঙ্খলা। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পেয়ে দর্শকদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। মাঠে ছোড়া হয় জলের বোতল, ভাঙা চেয়ার। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এই ঘটনার পর গ্রেপ্তার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পাশাপাশি গঠন করা হয়েছে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনারকে শোকজ এবং ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: অরূপ বিশ্বাস কোন দপ্তর থেকে অব্যাহতি পেয়েছেন?
উত্তর: তিনি ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
প্রশ্ন ২: তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্ব কে সামলাবেন?
উত্তর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই দায়িত্ব সামলাবেন।
প্রশ্ন ৩: অরূপ বিশ্বাস কি মন্ত্রিসভায় থাকছেন?
উত্তর: হ্যাঁ, তিনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকছেন।
প্রশ্ন ৪: যুবভারতী কাণ্ডে তদন্ত কমিটির নেতৃত্বে কে রয়েছেন?
উত্তর: প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়।
প্রশ্ন ৫: যুবভারতীর ঘটনায় পুলিশি পদক্ষেপ কী হয়েছে?
উত্তর: ডিজি ও পুলিশ কমিশনারকে শোকজ এবং এক ডিসিকে সাসপেন্ড করা হয়েছে।

