আরবাজ–অর্জুন–হর্ষ…, সম্পর্ক বিতর্কে মুখ খুললেন মালাইকা আরোরা

Published By: Khabar India Online | Published On:

যে কথাটি কেউ বলতে চান না, সেই নিষিদ্ধ সত্যিটাই ফের সামনে এনে চমকে দিলেন মালাইকা আরোরা। বয়সের ব্যবধান নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়লেও তিনি এবার সরাসরি জানালেন— দোষ যেন সবসময় নারীর দিকেই ধাক্কা দিয়ে দেওয়া হয়!

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ লিভ-ইন সম্পর্ক, আর এখন ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম– এসব নিয়ে নেটমাধ্যমে তাঁকে নিয়ে নানা মন্তব্য চলছেই। তবে এবার এক সাক্ষাৎকারে মালাইকা স্পষ্ট জানালেন, সমাজ আজও পুরুষ ও মহিলাকে আলাদা মানদণ্ডে বিচার করে।

মালাইকা বলেন, শক্ত হয়ে থাকা মানে যে বারবার কটাক্ষের শিকার হওয়া, সে অভিজ্ঞতা তাঁর καλάই জানা। তাঁর কথায়, জীবনে অসাধারণ কিছু পুরুষ থাকলেও, সমালোচনার ক্ষেত্রে পুরুষদের দিকে প্রশংসা আর নারীদের দিকে প্রশ্নবাণ—এই বৈষম্য আজও একইভাবে রয়ে গেছে।

তিনি উদাহরণ টেনে বলেন, একজন পুরুষ ডিভোর্সের পর নতুন জীবনে পা রাখলে সবাই বলেন ‘বাহ! দারুণ সিদ্ধান্ত।’ কিন্তু একজন মহিলা একই পথ বেছে নিলেই উঠে আসে প্রশ্ন— কেন করল, বুদ্ধি নেই নাকি? এই স্টিরিওটাইপ ভাঙতেই যেন তাঁর এদিনের বক্তব্য।

২০১৭ সালে আরবাজ ও মালাইকার বিবাহবিচ্ছেদের পর দু’জনেই নতুন সম্পর্কে এগিয়ে গিয়েছেন। আরবাজ বিয়ে করেছেন সুরা খানকে, যিনি তাঁর থেকে ২০ বছরেরও ছোট। অন্যদিকে অর্জুন–পর্ব শেষ হওয়ার পর মালাইকার নাম জড়িয়েছে হর্ষ মেহতার সঙ্গে, যিনি তাঁর থেকে ১৯ বছরের ছোট। সম্প্রতি তাঁদের বিমানবন্দরে দেখা মিলতেই ফের শুরু হয় কটাক্ষ। আর ঠিক সেই সময়েই অভিনেত্রীর এই তীক্ষ্ণ জবাব।

শেষমেশ মালাইকা যেন মনে করিয়ে দিলেন— ভালোবাসার বয়স নেই, কিন্তু পক্ষপাতিত্বের বয়স নাকি কখনওই ফুরোয় না।

  1. মালাইকা কেন বয়স নিয়ে মন্তব্য করলেন?
    সমালোচনার জবাব দিতে ও সমাজের দ্বৈত মানসিকতা তুলে ধরতেই তিনি কথা বলেন।

  2. হর্ষ মেহতার সঙ্গে মালাইকার সম্পর্ক নিশ্চিত?
    তাঁরা একাধিকবার একসঙ্গে দেখা গেলেও, আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি।

  3. আরবাজ খানের বর্তমান স্ত্রী কে?
    আরবাজ ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন।

  4. অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্ক কেন শেষ হয়?
    ব্যক্তিগত সিদ্ধান্তে তাঁরা আলাদা হওয়ার কথা জানান।

  5. মালাইকার মূল বক্তব্য কী ছিল?
    পুরুষ–মহিলা সম্পর্ক নিয়ে সমাজের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তিনি আপত্তি জানান।