মুম্বই পুরভোটে প্রাথমিক প্রবণতা: ঠাকরে জুটিকে পিছনে ফেলে এগোচ্ছে বিজেপি জোট

Published By: Khabar India Online | Published On:

ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা মহারাষ্ট্র—আর গণনার প্রথম দিকের ইঙ্গিতেই তৈরি হচ্ছে বড় রাজনৈতিক ছবি। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া গণনাপর্বে ‘প্রাথমিক প্রবণতা’ বলছে, দেশের বৃহত্তম পুরসভা বৃহন্মুম্বই দখলের দৌড়ে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন ‘মহাজুটি’। বুথফেরত সমীক্ষার পূর্বাভাস যে একেবারে উড়িয়ে দেওয়া যায়নি, তা স্পষ্ট হচ্ছে এই লিডে।

মুম্বইয়ের পাশাপাশি পুণে ও নাগপুর পুরসভাতেও বিজেপি জোট এগিয়ে রয়েছে। অন্য দিকে, কোলাপুরে এগিয়ে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে-র নেতৃত্বাধীন শিবসেনা ঠাণে পুরসভায় লিড পেয়েছে বলে গণনার প্রাথমিক তথ্য জানাচ্ছে।

মুম্বইয়ে এখন পর্যন্ত ২৯টি আসনে বিজেপি জোট এবং ১৫টি আসনে উদ্ধব ঠাকরের জোট এগিয়ে রয়েছে। মুম্বই-সহ মহারাষ্ট্রের মোট ২৯টি পুরসভা ভোটের ফল বিকেলের মধ্যেই প্রকাশিত হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। বৃহন্মুম্বইয়ের পাশাপাশি নাগপুর, পুণে, ঠাণে, কল্যাণ-ডোম্বিবলী-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় একসঙ্গে ভোট হয়েছিল।

এই নির্বাচনে শাসক মহাজুটি এবং বিরোধী ‘মহাবিকাশ আঘাড়ী’-র শরিক দলগুলির মধ্যে পূর্ণ সমঝোতা হয়নি। ফলে বহু জায়গাতেই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াই দেখা গিয়েছে। মুম্বইয়ে বিজেপি ও শিবসেনা (শিন্দে) জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি), রাজ ঠাকরের এমএনএস এবং শরদ পওয়ারের এনসিপি (এসপি)-র জোট।

২০২২ সালে শিবসেনা ভাঙনের পরে এই প্রথম বার বিএমসি ভোট হচ্ছে। শেষ বার ২০১৭ সালে ভোটে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা বৃহত্তম দল হয়েছিল। কিন্তু ২০ বছর পর ‘ঠাকরে-সাম্রাজ্য’ রক্ষায় উদ্ধব ও রাজ একসঙ্গে এলেও, প্রাথমিক প্রবণতা বলছে সেই কৌশল সফল নাও হতে পারে।

 প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: মুম্বই পুরভোটে কারা এগিয়ে?
উত্তর: প্রাথমিক প্রবণতায় বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি এগিয়ে রয়েছে।

প্রশ্ন ২: কোন কোন শহরে বিজেপি লিড পেয়েছে?
উত্তর: মুম্বইয়ের পাশাপাশি পুণে ও নাগপুরে বিজেপি জোট এগিয়ে।

প্রশ্ন ৩: কোলাপুরে কারা এগিয়ে?
উত্তর: কোলাপুরে প্রাথমিকভাবে কংগ্রেস এগিয়ে রয়েছে।

প্রশ্ন ৪: ঠাণে পুরসভায় কার লিড?
উত্তর: একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা ঠাণেতে এগিয়ে।

প্রশ্ন ৫: চূড়ান্ত ফল কবে জানা যাবে?
উত্তর: রাজ্য নির্বাচন কমিশন সূত্রে, বিকেলের মধ্যেই ফল প্রকাশ হতে পারে।