প্রেমিকার প্রাণ গেল পাহাড়ে, মাঝরাতে ফেলে পালাল প্রেমিক

Published By: Khabar India Online | Published On:

রোমাঞ্চের অভিযানে বেরিয়ে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা কেউ ভাবেনি। অস্ট্রিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গ্রোসগ্লকনার পর্বতে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা, যা এখন আন্তর্জাতিক স্তরে আলোড়ন ফেলেছে।

৩৩ বছর বয়সী কার্স্টিন গুর্টনার ও তাঁর প্রেমিক ৩৬ বছরের থমাস প্লামবার্গার ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। দীর্ঘ পরিকল্পনার পর দু’জনে একসঙ্গে গ্রোসগ্লকনার অভিযানে যান। কিন্তু যাত্রার শুরুতেই দেরি হওয়া এবং হঠাৎ তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া পরিস্থিতিকে বিপজ্জনক করে তোলে।

মধ্যরাতে, যখন তারা পর্বতের চূড়ো থেকে মাত্র প্রায় ১৫০ ফুট দূরে, তখন কার্স্টিন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। শীত থেকে বাঁচতে তাঁর প্রয়োজন ছিল কম্বল ও বিভুয়াক স্যাক। অভিযোগ অনুযায়ী, সেই সময় থমাসের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও তিনি তা কার্স্টিনকে না দিয়ে একা নেমে আসেন।

পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কার্স্টিনকে বাঁচানো যায়নি। এই ঘটনায় স্থানীয় প্রশাসন থমাস প্লামবার্গারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।

এই মর্মান্তিক মৃত্যু পর্বতারোহণ মহলে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পাহাড় অভিযানের নৈতিকতা ও দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


১. ঘটনাটি কোথায় ঘটেছে?
অস্ট্রিয়ার সর্বোচ্চ শৃঙ্গ গ্রোসগ্লকনার পর্বতে।

২. নিহত পর্বতারোহীর নাম কী?
কার্স্টিন গুর্টনার।

৩. কী কারণে তাঁর মৃত্যু হয়?
হাইপোথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডার কারণে।

৪. প্রেমিকের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?
প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম থাকা সত্ত্বেও তাঁকে ফেলে রেখে নেমে আসার অভিযোগ।

৫. প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে?
স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।