এক ঝলকে থমকে গেল নজর—ওয়াংখেড়ে স্টেডিয়ামের আলোয় ফুটবল আর বলিউড যেন এক ফ্রেমে বন্দি। লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনে এমনই দৃশ্যের সাক্ষী থাকল মুম্বই।
তিনদিনের ভারত সফরে থাকা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এদিন মুম্বইয়ে একাধিক ইভেন্টে যোগ দেন। বর্তমানে তিনি রয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যেখানে বলিউড তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ ওরফে জাহাঙ্গির আলি খানকে নিয়ে হাজির হন করিনা কাপুর খান।
মেসির সঙ্গে করিনা এবং তাঁর দুই ছেলের সাক্ষাৎ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু মেসিই নন, লুই সুয়ারেজ ও রডরিগো ডি’পলের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় করিনাকে। খোশমেজাজে গল্প করতেও দেখা যায় অভিনেত্রীকে।
করিনা কাপুর খান নিজেও সমাজমাধ্যমে ইভেন্টের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দুই ছেলের হাত ধরে হাঁটছেন তিনি। তৈমুরের গায়ে আর্জেন্টিনার জার্সি, পিঠে লেখা মেসির নাম। জেহর জার্সিতে স্পষ্ট ১০ নম্বর। করিনার পরনে ছিল খয়েরি রঙের স্যুট ও মিডি স্কার্ট, আর মেসিকে দেখা যায় সাদা টি-শার্ট ও ট্র্যাক প্যান্টে ইনফরমাল লুকে।
জানা গিয়েছে, এই মুম্বই ইভেন্টে বলিউড তারকাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন মেসি, সুয়ারেজ ও ডি’পল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা টাইগার শ্রফ, জন আব্রাহাম, সচিন তেন্ডুলকর-সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বদের।
এর আগে কলকাতায় মেসির সফর ঘিরেও উত্তেজনা তৈরি হয়েছিল। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। এরপর হায়দরাবাদ ঘুরে রবিবার মুম্বইয়ে পৌঁছন মেসি। সোমবার দিল্লি সফরের পর তিনি ফিরবেন বার্সেলোনায়।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন 1: লিওনেল মেসির ভারত সফর কতদিনের?
উত্তর: মেসির ভারত সফর মোট তিনদিনের।
প্রশ্ন 2: মুম্বইয়ে কোন স্টেডিয়ামে ইভেন্টটি হয়েছে?
উত্তর: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে।
প্রশ্ন 3: মেসির সঙ্গে কারা কারা দেখা করেছেন?
উত্তর: করিনা কাপুর খান, তাঁর দুই ছেলে, শাহরুখ খান, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ একাধিক তারকা দেখা করেছেন।
প্রশ্ন 4: মুম্বই ইভেন্টে কি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে?
উত্তর: হ্যাঁ, বলিউড তারকাদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার কথা রয়েছে।
প্রশ্ন 5: ভারত সফরের পর মেসি কোথায় যাবেন?
উত্তর: দিল্লি সফরের পর মেসি বার্সেলোনায় ফিরে যাবেন।

