বিয়ের আনন্দের মাঝেই জমে উঠল আবেগ—ছোট বোনের বিদায়লগ্নে চোখের জল লুকোতে পারলেন না বলিউড অভিনেত্রী Kriti Sanon। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর তাঁর বোন Nupur Sanon বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক Stebin Ben-এর সঙ্গে।
দুই পরিবারের উপস্থিতিতে হিন্দু ও খ্রিস্টান—দুই রীতিতেই সম্পন্ন হয়েছে এই জমকালো বিয়ে। হাসি, আনন্দ আর পারিবারিক উষ্ণতায় ভরা এই বিশেষ দিনে বোনের বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কৃতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শৈশব থেকে শুরু করে আজ পর্যন্ত একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের ছবি শেয়ার করে মনের কথা লেখেন অভিনেত্রী। কৃতি লেখেন, ছোট্ট বয়সে কোলে নেওয়া সেই বোনকেই আজ নিজের হাতে বিয়ের গাঁটছড়া বেঁধে দিয়েছেন—এই অনুভূতি ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে কঠিন।
বোন জামাই স্টেবিন বেনকে ঘিরেও কৃতির কথায় উঠে আসে পারিবারিক ঘনিষ্ঠতার ছবি। তিনি জানান, গত পাঁচ বছর ধরেই স্টেবিন তাঁদের পরিবারেরই অংশ ছিলেন, আজ তা আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। পোস্টের শেষ লাইনে কৃতি লেখেন, তিনি শুধু একজন ভাই নয়, বরং আজীবনের জন্য একজন ভালো বন্ধুকেও পেলেন।
এই আবেগঘন পোস্ট ইতিমধ্যেই অনুরাগীদের মন ছুঁয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার বইছে।
প্রশ্ন ও উত্তর
Q1. নূপুর স্যাননের বিয়ে কবে হয়েছে?
A1. নূপুর স্যাননের বিয়ে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে সম্পন্ন হয়েছে।
Q2. নূপুর স্যানন কাকে বিয়ে করেছেন?
A2. তিনি গায়ক স্টেবিন বেনকে বিয়ে করেছেন।
Q3. কৃতি স্যাননের পোস্টে কী ছিল বিশেষ?
A3. বোনের শৈশব থেকে বিয়ের দিন পর্যন্ত আবেগঘন স্মৃতির কথা উঠে এসেছে।
Q4. বিয়ের অনুষ্ঠান কোন কোন রীতিতে হয়েছে?
A4. হিন্দু ও খ্রিস্টান—উভয় রীতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।
Q5. কৃতি স্টেবিন বেনকে কীভাবে উল্লেখ করেছেন?
A5. তিনি স্টেবিনকে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

