শীতের ভোরে হালকা স্বস্তি পেল কলকাতা, তবে চোখ রাঙাচ্ছে কুয়াশা। শনিবার শহরে সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা, যদিও স্বাভাবিকের থেকে এখনও কিছুটা কমই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়েই মূলত শুকনো আবহাওয়া বজায় থাকবে।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এদিন তাপমাত্রা ১১ ডিগ্রির নীচে নামেনি। তবে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৫ ডিগ্রিতে। দমদম, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, কৃষ্ণনগর-সহ বিভিন্ন জেলায় পারদ ছিল ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও শীতের দাপট স্পষ্ট। দার্জিলিঙে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পং ও কোচবিহারে পারদ ছিল ৯ ডিগ্রির কাছাকাছি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও রায়গঞ্জেও ঠান্ডার অনুভূতি বজায় রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরবঙ্গে এই সতর্কতা রয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, তবে ভোরের দিকে কুয়াশা চলাচলে সমস্যা তৈরি করতে পারে।
১. কলকাতায় কি শীত কমছে?
হালকা ভাবে তাপমাত্রা বেড়েছে, তবে শীত পুরোপুরি কাটেনি।
২. দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে?
না, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।
৩. কুয়াশার প্রভাব কোথায় বেশি পড়বে?
দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা হতে পারে।
৪. উত্তরবঙ্গে সবচেয়ে ঠান্ডা কোথায়?
দার্জিলিঙে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে।
৫. আগামী দিনে তাপমাত্রা কি অনেকটা বদলাবে?
না, বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

