ভোরের কুয়াশা আর দুপুরের রোদের ফাঁকে বাংলায় ধীরে ধীরে নেমে আসছে শীতের আসল ছোঁয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবার পারদ আরও নামবে, আর দু’দিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়তে পারে রাজ্যজুড়ে।
রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃহস্পতিবার ভোরে ঘন কুয়াশা দেখা গেছে। কলকাতা ও আশেপাশে যদিও তেমন ঠান্ডা এখনও নামেনি, কিন্তু দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে নেমে গিয়েছে। হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া—সব জায়গায়ই সকালে ঘন কুয়াশার পর্দা দেখা গিয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বরের শুরুতে বড় শীত না দেখা দিলেও এবার ধীরে ধীরে ঠান্ডা বাড়তে চলেছে। কলকাতায় পারদ ১৫ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে শীতের দাপট শুরু—দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে ৫ ডিগ্রিতে, মালদহে ১৭ ডিগ্রি।
আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা মরশুমের শীতলতম। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নিচে, ১২–১৩ ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি কমতে পারে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে কলকাতার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা।
রাজ্যে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক, তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় কুয়াশা ঘন হতে পারে।
1. কবে থেকে জাঁকিয়ে শীত পড়তে পারে?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যেই তাপমাত্রা আরও কমে শীত জোরালো হবে।
2. কলকাতায় তাপমাত্রা কতটা নামতে পারে?
শুক্র–শনিবার নাগাদ পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে।
3. কোন কোন জেলায় কুয়াশা বেশি দেখা যাবে?
দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, বর্ধমানসহ দক্ষিণবঙ্গের নানা জেলায় ঘন কুয়াশা থাকবে।
4. বৃষ্টির কোনও সম্ভাবনা আছে কি?
না, এই সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
5. উত্তরবঙ্গে শীতের পরিস্থিতি কেমন?
উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভালো ঠান্ডা অনুভূত হচ্ছে—দার্জিলিং ৫ ডিগ্রির ঘরে নেমে গেছে।

