একই মুখ, একই কম্বিনেশন—এই অভিযোগ বহুদিন ধরেই ছিল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের। কিন্তু এ বার সেই একঘেয়েমিতে বড়সড় ছেদ। আইপিএলের নিলামে চমক দেখিয়ে সম্পূর্ণ নতুন রূপে নামতে চলেছে কেকেআর। Kolkata Knight Riders probable XI ঘিরে তাই আগ্রহ তুঙ্গে।
২০২৪ সালে চ্যাম্পিয়ন হলেও ২০২৫ সালে ছন্দ হারিয়েছিল দল। সেই ব্যর্থতার পর বড় সিদ্ধান্ত নেয় কেকেআর ম্যানেজমেন্ট। অর্ধেকের বেশি ক্রিকেটার ছেড়ে দেওয়া হয়, আর নতুন কোচ অভিষেক নায়ারের নেতৃত্বে নিলামে আনা হয় একঝাঁক নতুন মুখ। লক্ষ্য একটাই—আরও গভীর ও ভারসাম্যপূর্ণ দল গড়া।
সম্ভাব্য একাদশে ওপেন করতে দেখা যেতে পারে সুনীল নারাইন ও অজিঙ্ক রাহানেকে। পাওয়ার প্লেতে নারাইনের আগ্রাসন আর রাহানের অভিজ্ঞতা কেকেআরের বড় শক্তি হতে পারে। তিন নম্বরে রেকর্ড দামে কেনা ক্যামেরন গ্রিন, যাঁকে ঘিরে বিশেষ পরিকল্পনা রয়েছে দলের।
মিডল অর্ডারে অঙ্গকৃশ রঘুবংশী ও রিঙ্কু সিংহের উপর ভরসা রাখছে কেকেআর। ফিনিশারের ভূমিকায় রমনদীপ সিংহ, সঙ্গে উইকেটরক্ষক হিসেবে তরুণ তেজস্বী সিংহ—যাঁর স্ট্রাইক রেট ইতিমধ্যেই নজর কেড়েছে। অলরাউন্ড শক্তি বাড়াতে থাকছেন অনুকূল রায় ও হর্ষিত রানা।
বোলিং বিভাগে স্পিনের দায়িত্বে থাকবেন বরুণ চক্রবর্তী ও নারাইন। পেস আক্রমণে অভিজ্ঞ মুস্তাফিজ়ুর রহমান, আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে মাথিশা পাথিরানাকে। সব মিলিয়ে ছয় অলরাউন্ডারে ভর করে নয় ব্যাটার ও নয় বোলারের বিকল্প তৈরি করছে কেকেআর।
নতুন মুখ, নতুন ভাবনা—এই পরিবর্তনই কি কেকেআরকে ফের শীর্ষে তুলতে পারবে? উত্তর মিলবে মাঠেই।
প্রশ্ন ও উত্তর
কেকেআরের সম্ভাব্য অধিনায়ক কে?
অজিঙ্ক রাহানেকেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে ধরা হচ্ছে।
ক্যামেরন গ্রিন কোন জায়গায় ব্যাট করবেন?
তাঁকে তিন নম্বরে নামানোর পরিকল্পনা রয়েছে।
রিঙ্কু সিংহ কোন ভূমিকায় খেলবেন?
এ বার তাঁকে পাঁচ নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে।
কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার কে হতে পারেন?
মাথিশা পাথিরানাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।
কেকেআরের বোলিং আক্রমণের মূল শক্তি কী?
শক্তিশালী স্পিন জুটি নারাইন-বরুণ এবং অভিজ্ঞ মুস্তাফিজ়ুর।

