হাড়কাঁপানো শীতের দাপট কিছুটা কমলেও কলকাতার পারদ এখনও নিম্নমুখী। ডিসেম্বরের শেষের তীব্র ঠান্ডা আপাতত নেই, তবে শীত যে পুরোপুরি বিদায় নেয়নি, তা স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৫ ডিগ্রি কম। দমদমে পারদ নেমেছিল ১২.৯ ডিগ্রিতে। শনিবারও শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির নিচেই রয়ে গিয়েছিল।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ৯ ডিগ্রির ওপরে রয়েছে। তবে বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বীরভূমের শ্রীনিকেতনে পারদ ১০ ডিগ্রির নিচে নেমেছে। উত্তরবঙ্গে ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিঙে যেখানে কয়েকদিন ধরে তাপমাত্রা ৩-৪ ডিগ্রির ঘরে ছিল, রবিবার তা বেড়ে হয়েছে ৫.৫ ডিগ্রি। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি।
আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে, তার পর ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজোর সময় নাগাদ শীত অনেকটাই হালকা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, রাজ্যজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার দাপট বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার সহ একাধিক জেলাতেও দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নামতে পারে।
প্রশ্ন ও উত্তর
১. কলকাতায় কি আবার তীব্র শীত ফিরবে?
না, আপাতত তীব্র শীত ফেরার সম্ভাবনা নেই। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
২. উত্তরবঙ্গে শীত কতদিন থাকবে?
আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
৩. দক্ষিণবঙ্গে কবে তাপমাত্রা বাড়বে?
আগামী দু’দিন পর থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
৪. কুয়াশার প্রভাব কতটা পড়তে পারে?
ঘন কুয়াশার কারণে কিছু জেলায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমতে পারে।
৫. সরস্বতী পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে?
পুজোর সময় ঠান্ডা অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাস।

