হঠাৎ করেই বলিউডে কাজের সময়সীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু। এই বিতর্কের মাঝেই Kiara Advani supports Deepika Padukone 8 hour work—এই অবস্থান নিয়ে প্রকাশ্যে এলেন কিয়ারা আদভানি।
দক্ষিণী ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী Kiara Advani মা হওয়ার পর কাজ ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নিয়ে নিজের মত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলিউড তারকা Deepika Padukone–এর দৈনিক আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পের পক্ষেই ভালো নয়।
এই মন্তব্য এসেছে কয়েক মাস আগে ঘটে যাওয়া আলোচিত ঘটনার প্রেক্ষিতে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত প্রভাস অভিনীত সিনেমা Spirit থেকে নাকি দীপিকাকে বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি নাগ অশ্বিনের Kalki 2898 AD–এর সিকুয়েল থেকেও সরে দাঁড়ান বলে গুঞ্জন ওঠে।
কিয়ারা ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা গত জুলাইয়ে কন্যাসন্তান সারায়াহর মা–বাবা হন। মা হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে কিয়ারা বলেন, মা হওয়া জীবনের এমন এক অধ্যায়, যার সঙ্গে আর কিছুর তুলনা চলে না। নিজের শরীরকে সম্মান করাই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মানসিক সুস্থতার ভিত্তি গড়ে ওঠে মর্যাদা, ভারসাম্য ও সম্মানের ওপর। কিয়ারার কথায়, “বার্নআউট কোনো শিল্পেই কারও উপকারে আসে না।” ক্লান্তি দূর করার সবচেয়ে সহজ উপায় হিসেবে তিনি মজা করে বলেন, ঘুমের মধ্যে মেয়ের হাসির শব্দই তাঁর সবচেয়ে বড় শক্তি।
কাজের দিক থেকেও ব্যস্ত কিয়ারা। তাঁকে সর্বশেষ দেখা গেছে War 2–এ, যেখানে সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। সামনে তিনি অভিনয় করবেন প্যান–ইন্ডিয়ান ছবি Toxic: A Fairy Tale for Grown-Ups–এ, যেখানে তাঁর সঙ্গে থাকছেন যশ ও নয়নতারা।
উল্লেখ্য, মা হওয়ার পর নতুন মায়েদের জন্য চলচ্চিত্রশিল্পে আট ঘণ্টা কাজের শিফট চালুর পক্ষে সরব হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তিনি স্পষ্ট জানান, বহু পুরুষ তারকা বহু বছর ধরেই দিনে আট ঘণ্টা কাজ করছেন, অথচ তা কখনোই বিতর্কের শিরোনাম হয়নি।
প্রশ্ন ও উত্তর
১. কিয়ারা আদভানি কোন দাবিকে সমর্থন করেছেন?
দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিকে।
২. কেন এই দাবি নিয়ে আলোচনা শুরু হয়?
অতিরিক্ত কাজের চাপ ও মানসিক স্বাস্থ্যের বিষয় সামনে আসায়।
৩. কিয়ারা আদভানি কীভাবে বার্নআউট ব্যাখ্যা করেছেন?
তিনি বলেছেন, বার্নআউট কোনো শিল্পেই উপকারী নয়।
৪. কিয়ারা আদভানির সাম্প্রতিক সিনেমা কোনটি?
তিনি ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করেছেন।
৫. সামনে কিয়ারা কোন সিনেমায় কাজ করবেন?
তিনি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’ সিনেমায় অভিনয় করবেন।

