চমকে দিলেন কিয়ারা আদভানি, ‘টক্সিক’-এ সার্কাস শিল্পীর লুকে প্রথম ঝলক

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই প্রকাশ্যে এসে চমকে দিলেন কিয়ারা আদভানি। আলো ঝলমলে সার্কাসের আবহে, কিন্তু চোখেমুখে চাপা বিষণ্নতা—এই বিপরীত আবেগেই ধরা পড়ল তার নতুন সিনেমার ফার্স্ট লুক।

‘কেজিএফ’-এর পর কন্নড় সুপারস্টার ইয়াশ এবার যুক্ত হয়েছেন মালয়ালম নির্মাতা গিতু মোহনদাসের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’-এ। এই সিনেমাতেই প্রথমবার ইয়াশের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারা আদভানিকে। ছবিতে কিয়ারার চরিত্রের নাম নাদিয়া।

সদ্য প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে দেখা যায়, অফ-শোল্ডার ভেলভেট গাউন পরে সার্কাসের সেটে দাঁড়িয়ে আছেন নাদিয়া। বাইরে রঙিন আলোর ঝলকানি, ভেতরে ক্লান্তি আর বিষণ্নতার ছাপ। একজন সার্কাস শিল্পীর জীবনের আড়ালে থাকা না-বলা কষ্টই যেন ফুটে উঠেছে এই লুকে।

২০১৪ সালে ‘ফুগলি’ দিয়ে অভিনয় যাত্রা শুরু করা কিয়ারা ইতিমধ্যেই নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। তবে ‘টক্সিক’-এ তার এই সার্কাস শিল্পীর চরিত্র যে আগের সব কাজের থেকে আলাদা, তা ফার্স্ট লুক দেখেই স্পষ্ট।

ভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই বিগ-বাজেট সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও অক্ষয় ওবেরয়ের মতো তারকারা।

ইংরেজি ও কন্নড় ভাষায় শুটিং হওয়া ‘টক্সিক’ মুক্তির সময় হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও ডাব করা হবে। পরিচালক গিতু মোহনদাসের কথায়, নাদিয়া চরিত্রে কিয়ারার অভিনয় শুধু পর্দায় নয়, গভীর প্রভাব ফেলবে দর্শকের মনেও।

এদিকে মা হওয়ার পর কিছুটা বিরতিতে থাকা কিয়ারা ধীরে ধীরে শোবিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ‘টক্সিক’ দিয়েই সেই প্রত্যাবর্তন যে বেশ শক্তপোক্ত হতে চলেছে, তা বলাই যায়।

প্রশ্ন ও উত্তর 

১. ‘টক্সিক’ সিনেমায় কিয়ারা আদভানির চরিত্র কী?
কিয়ারা এখানে নাদিয়া নামে একজন সার্কাস শিল্পীর চরিত্রে অভিনয় করছেন।

২. ‘টক্সিক’ কবে মুক্তি পাবে?
সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৯ মার্চ।

৩. এই সিনেমায় কার বিপরীতে কিয়ারা অভিনয় করছেন?
এই ছবিতে কিয়ারা আদভানি অভিনয় করছেন কন্নড় তারকা ইয়াশের বিপরীতে।

৪. ‘টক্সিক’ কোন কোন ভাষায় মুক্তি পাবে?
ইংরেজি ও কন্নড় ছাড়াও হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করা হবে।

৫. কিয়ারা আদভানির অভিনয় নিয়ে পরিচালক কী বলেছেন?
পরিচালকের মতে, নাদিয়া চরিত্রে কিয়ারার পারফরম্যান্স অতুলনীয় এবং অত্যন্ত গভীর।