উন্নত চিকিৎসার জন্য আজই লন্ডন যাচ্ছে খালেদা জিয়া, প্রস্তুতি সম্পন্ন

Published By: Khabar India Online | Published On:

মধ্যরাত ঘনিয়ে এলে যেন আরও বেড়ে যায় টানটান উত্তেজনা—শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, সবকিছু ঠিক থাকলে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাতেই বা আগামী ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। সেখানে আগেই একটি বিশেষায়িত হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যাত্রাপথে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় দেশের চিকিৎসকদের পাশাপাশি একজন অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানসহ বিদেশি বিশেষজ্ঞরাও সঙ্গে থাকবেন।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগের তুলনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও উন্নত চিকিৎসা ছাড়া পরিস্থিতি স্থিতিশীল রাখা কঠিন। দেশবাসীর কাছে তিনি দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে জানা গেছে, মোট ১৪ সদস্যের একটি দল তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। এতে রয়েছেন পরিবারের সদস্য, চিকিৎসক ও দলের ঘনিষ্ঠজনেরা। কূটনৈতিক সূত্র বলছে, বিএনপির আবেদনের পর কাতার সরকার আনুষ্ঠানিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। কয়েক মাস চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে আসেন। সাম্প্রতিক শ্বাসকষ্ট ও ফুসফুস সংক্রমণের কারণে গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থা খারাপ হলে সিসিইউতে স্থানান্তর করা হয়।

1. কেন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে?
উন্নত ও ভালো চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

2. কোন দেশের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে?
কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সরানো হবে।

3. যাত্রায় কারা তার সঙ্গে থাকবেন?
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন।

4. তার বর্তমান শারীরিক অবস্থার কী উন্নতি হয়েছে?
চিকিৎসকদের কথা, আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে, তবে উন্নত চিকিৎসা আরও প্রয়োজন।

5. লন্ডনে কোন হাসপাতালে তাকে নেওয়া হবে?
চিকিৎসকদের মতে, একটি বিশেষ হাসপাতালের সঙ্গে আগাম যোগাযোগ সম্পন্ন হয়েছে, তবে নাম প্রকাশ করা হয়নি।