হঠাৎ করেই চেনা ছন্দ ভেঙে একেবারে নতুন রূপে হাজির—আর তাতেই নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী কেয়া পায়েল। দিন কয়েক আগেই নাটকের শুটিংয়ে তার ‘পাগলি লুক’ নিয়ে চর্চা ছিল তুঙ্গে। উস্কোখুস্কো চুল, মলিন পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে সেই লুক দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল।
ঠিক সেই আবহ কাটতে না কাটতেই এবার নিজের চেনা গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন কেয়া পায়েল। সোমবার দুপুরে প্রকাশিত নতুন ছবিগুলোতে তাকে দেখা গেছে ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশার এই পোশাকে অভিনেত্রীর বডি শেপ আরও বেশি চোখে পড়েছে।
হাই পনিটেইল হেয়ারস্টাইল ও হালকা মেকআপে তার লুক ছিল পরিমিত কিন্তু দারুণ আকর্ষণীয়। ভক্তদের অনেকেই বলছেন, পাগলি লুকের বিপরীতে এই গ্ল্যামারাস রূপ যেন সম্পূর্ণ অন্য কেয়া পায়েল।
এই ছবিগুলোর মাঝেই আলাদা নজর কাড়ে বিশ্বকাপ ট্রফির সঙ্গে অভিনেত্রীর একটি ছবি। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর সময়ই এই ছবিগুলো তোলা হয়।
পোস্টের মন্তব্যঘরে ভক্তদের প্রতিক্রিয়াও বেশ মজার। কেউ লিখেছেন, ‘পাগলি লুকটাই বেশি রিয়েল ছিল’, আবার কেউ হাস্যরস করে বলেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার’। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এখন কেয়া পায়েলই।
উল্লেখ্য, যে নাটকের ‘পাগলি লুক’ নিয়ে এত আলোচনা, সেই নাটক নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। নাটকটির নাম এখনও প্রকাশ হয়নি, তবে এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় কেয়া পায়েলের এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: কেয়া পায়েলের ‘পাগলি লুক’ কেন আলোচনায় আসে?
উত্তর: নাটকের শুটিংয়ে তার একেবারে ভিন্ন ও বাস্তবধর্মী লুক দর্শকদের নজর কাড়ে।
প্রশ্ন ২: নতুন ছবিতে কেয়া পায়েলকে কেমন পোশাকে দেখা গেছে?
উত্তর: ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে গ্ল্যামারাস লুকে দেখা গেছে।
প্রশ্ন ৩: বিশ্বকাপ ট্রফির ছবিটি কোথায় তোলা হয়েছে বলে ধারণা?
উত্তর: ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ট্রফি প্রদর্শনীর সময়।
প্রশ্ন ৪: নতুন নাটকে কেয়া পায়েলের বিপরীতে কে অভিনয় করছেন?
উত্তর: অভিনেতা ফারহান আহমেদ জোভান।
প্রশ্ন ৫: কেয়া পায়েলের নতুন লুকে ভক্তদের প্রতিক্রিয়া কেমন?
উত্তর: ভক্তরা প্রশংসার পাশাপাশি মজার মন্তব্যও করছেন।

