হলুদের রঙে মাখা একঝলক হাসিই যেন নতুন করে আলোচনার কেন্দ্রে এনে দিল কেয়া পায়েলকে। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হিসেবে অল্প সময়েই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি, আর সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি মানেই আলাদা উন্মাদনা।
সম্প্রতি কেয়া পায়েল তার এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই বিশেষ মুহূর্তের বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ সন্ধ্যার আনন্দে বন্ধুদের সঙ্গে রঙে রঙে মিলিয়ে শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন কেয়া। মিষ্টি হাসি আর স্বচ্ছন্দ ভঙ্গিতে ধরা পড়েছে তার খোশ মেজাজ।
বন্ধুদের সঙ্গে তোলা গ্রুপ ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে সimply লিখেছেন, ‘বন্ধুর গায়ে হলুদে।’ যদিও ক্যাপশন ছোট, কিন্তু ছবিগুলোতেই ধরা পড়েছে পুরো উৎসবের আমেজ।
তবে ছবির সৌন্দর্যের পাশাপাশি কমেন্ট বক্সে শুরু হয়েছে অন্য আলোচনা। অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন কেয়া পায়েলের ব্যক্তিগত জীবন নিয়ে। কারও প্রশ্ন, বন্ধুর হলুদে উপস্থিত থাকলেও নিজের বিয়ের পরিকল্পনা কবে? কেউ আবার সরাসরি জানতে চেয়েছেন, “তা ঠিক আছে, কিন্তু পায়েলের কবে?”
এই মুহূর্তে কাজ ও জনপ্রিয়তার দিক থেকে বেশ ব্যস্ত কেয়া পায়েল। তার হলুদের সাজ যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই বিয়ে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আপাতত অবশ্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন কেবল ভক্তদের হাসি আর ভালোবাসায় ভরা কমেন্টই।
প্রশ্ন ও উত্তর
Q1. কেয়া পায়েল কে?
কেয়া পায়েল একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী, যিনি অল্প সময়েই দর্শকদের নজর কাড়েছেন।
Q2. কেয়া পায়েল কি নিজের গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন?
না, তিনি বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন।
Q3. ছবিতে কেয়া পায়েলের সাজ কেমন ছিল?
তিনি বন্ধুদের সঙ্গে রঙে মিলিয়ে শাড়ি পরে হলুদের সাজে ধরা দিয়েছেন।
Q4. নেটিজেনরা কী নিয়ে বেশি আলোচনা করছেন?
বেশিরভাগ নেটিজেন কেয়া পায়েলের বিয়ে কবে হবে তা জানতে চাইছেন।
Q5. কেয়া পায়েল কি বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেছেন?
না, এই বিষয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি।
View this post on Instagram

