ব্যস্ত সকালেই আচমকা থমকে গেল বেঙ্গালুরুর মেট্রো পরিষেবা। কেঙ্গেরী মেট্রো স্টেশনে ঘটে গেল এমন এক ঘটনা, যা মুহূর্তে স্তব্ধ করে দিল যাত্রীদের যাতায়াত।
শুক্রবার সকালে এক ব্যক্তি প্ল্যাটফর্ম থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর জেরে পার্পল লাইনে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ থাকে। আতঙ্কে বহু যাত্রী স্টেশনে আটকে পড়েন।
ঘটনার পরেই পুলিশ, জরুরি টিম এবং স্বাস্থ্যকর্মীরা দ্রুত পৌঁছে যান কেঙ্গেরী স্টেশনে। মাইসোর রোড ও চাল্লাঘাট্টার মাঝে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখতে হয়, ফলে অফিস টাইমে নাজেহাল হন সাধারণ মানুষ।
তদন্তে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে—নাম শান্তাগৌড় পাটিল। যদিও কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন (BMRCL) তাদের ‘এক্স’ অ্যাকাউন্টে নিশ্চিত করেছে যে এটি আত্মহত্যার ঘটনা। দ্রুত লাইন পরিষ্কার করে নিরাপত্তা পরীক্ষার পর সকাল ৯টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়।
কর্তৃপক্ষ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। তদন্ত চলছে।
1. ঘটনাটি কখন ঘটেছে?
শুক্রবার সকালে কেঙ্গেরী মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে।
2. মৃত ব্যক্তির নাম কী?
মৃত ব্যক্তির নাম শান্তাগৌড় পাটিল।
3. কতক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ ছিল?
পার্পল লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরিষেবা বিঘ্নিত হয়।
4. কেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল?
আত্মহত্যার পর লাইন পরিষ্কার ও নিরাপত্তা পরীক্ষার জন্য পরিষেবা বন্ধ রাখা হয়।
5. পরিষেবা কখন স্বাভাবিক হয়?
সকাল ৯টা ৪০ মিনিটে সম্পূর্ণ পরিষেবা আবার চালু হয়।

