পুরনো রোম্যান্টিক ফিল ফিরিয়ে আনল ‘Kanta Futeshe Song Ankush Hazra’

Published By: Khabar India Online | Published On:

বিদেশের মাটিতে আহত অঙ্কুশ হাজরা—শিরোনাম শুনে চমকে উঠলেও, আসল রহস্য লুকিয়ে একেবারে অন্যখানে। মুক্তি পেলেই চর্চায় উঠে এসেছে Kanta Futeshe Song Ankush Hazra, যা তাঁর আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর প্রথম গান। রোম্যান্টিক আবহে তৈরি এই ডান্স নম্বর ইতিমধ্যেই দর্শকের মনে নস্টালজিয়ার ঢেউ তুলেছে।

‘মির্জা’-র পর আবার বড়পর্দায় জুটি বেঁধেছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সামনের বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন ছবি। তার আগেই এই গানের ঝলক যেন পুরনো দিনের বাংলা কমার্শিয়াল ছবির ফিল ফিরিয়ে এনেছে।

‘কাঁটা ফুটেসে’ গানটির সুর ও কম্পোজিশন করেছেন বি শো। গেয়েছেন রুবাই ও বি শো নিজে। মুম্বইয়ের স্টুডিওতে গানটির প্রোডাকশন হলেও শুটিং হয়েছে থাইল্যান্ডে। বিদেশের লোকেশনে অঙ্কুশ-ঐন্দ্রিলার নাচ ও রোম্যান্স গানে বাড়তি আকর্ষণ যোগ করেছে। কোরিওগ্রাফিতে ছিলেন ম্যাগি।

গান প্রকাশের পরই দর্শকের মন্তব্যে স্পষ্ট—২০১৩-১৪ সালের সেই রঙিন, বিদেশি লোকেশনের গানের আমেজ আজকের বাংলা ছবিতে খুব কমই দেখা যায়। অনেকেই বলছেন, অঙ্কুশ হাজরা আবার প্রমাণ করলেন বাণিজ্যিক ছবির পালস তিনি ভালোই বোঝেন।

এই গান নিয়ে অঙ্কুশ হাজরার বক্তব্য, “নতুন বোতলে পুরনো মদের মতো একটা ফিল আছে। রোম্যান্টিক ভাইব আর ক্যাচি হুক লাইন দর্শকদের ভালো লাগবেই।” কমেন্ট বক্সে চোখ রাখলেই বোঝা যায়, অভিনেতার এই বিশ্বাস একেবারেই অমূলক নয়।

আগামী ৯ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’। সুমিত-সাহিল পরিচালিত এই ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও থাকছেন দেবরাজ ভট্টাচার্য, নবনীতা মালাকার, সোহিনী সেনগুপ্ত-সহ আরও অনেকে।

প্রশ্ন ও উত্তর

  1. ‘কাঁটা ফুটেসে’ গানটি কোন ছবির?
    – গানটি ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির।

  2. Kanta Futeshe Song Ankush Hazra কোথায় শুট হয়েছে?
    – থাইল্যান্ডে এই গানের শুটিং হয়েছে।

  3. গানটির সুরকার ও গায়ক কারা?
    – সুর করেছেন বি শো, গেয়েছেন রুবাই ও বি শো।

  4. ছবিটি কবে মুক্তি পাচ্ছে?
    – আগামী ৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

  5. এই গানে দর্শকদের প্রতিক্রিয়া কেমন?
    – দর্শকরা গানের নস্টালজিক ভাইব ও রোম্যান্টিক ফিলের প্রশংসা করছেন।