পর্দায় তাকে এখন খুব একটা দেখা যায় না, কিন্তু বাস্তব জীবনে সাফল্যের আলোয় ভাসছেন জুহি চাওলা। নব্বইয়ের দশকে বলিউড শাসন করা এই অভিনেত্রী আজ ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হিসেবে পরিচিত।
জুহি চাওলা ও শাহরুখ খান—এই জুটি একসময় পর্দায় মানেই সুপারহিট। দু’জন একসঙ্গে ১০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তাদের সঙ্গে এই সফল ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা। তবে সময়ের সঙ্গে সঙ্গে জুহির পথ ঘুরেছে অভিনয় থেকে ব্যবসার দিকে।
আইপিএলের প্রথম নিলামের সময় বড় সিদ্ধান্ত নেন জুহি চাওলার স্বামী জয় মেহতা। শাহরুখ খানের সঙ্গে মিলে প্রায় ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কেনা হয় কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। তখন যা ছিল ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, আজ তা পরিণত হয়েছে সোনার খনিতে।
বর্তমানে কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি টাকার বেশি। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জয়ের পর দলটির ব্র্যান্ড ভ্যালু আরও বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো লিগের বাজারমূল্য দাঁড়িয়েছে ১.৪৫ লাখ কোটি টাকাতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই প্রায় ১ হাজার ৯১৫ কোটি টাকা।
এই সাফল্যের প্রভাব পড়েছে জুহি চাওলার ব্যক্তিগত সম্পদেও। ২০২৩ সালে যেখানে তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪ হাজার ৬০০ কোটি টাকা, মাত্র এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৭৯০ কোটি টাকাতে। অর্থাৎ এক বছরে সম্পদ বেড়েছে প্রায় ৩ হাজার ১৯০ কোটি টাকা।
এই বিপুল সম্পদের জোরেই শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা। অভিনয়ের আলো থেকে সরে গেলেও, সাফল্যের শীর্ষে তিনি এখনো অপ্রতিদ্বন্দ্বী।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: জুহি চাওলা কি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী?
উত্তর: হ্যাঁ, বর্তমান হিসেবে জুহি চাওলাকেই ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী বলা হচ্ছে।
প্রশ্ন ২: জুহি চাওলার সম্পদের প্রধান উৎস কী?
উত্তর: কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ ও অন্যান্য ব্যবসা।
প্রশ্ন ৩: কেকেআরের বর্তমান বাজারমূল্য কত?
উত্তর: কেকেআরের বাজারমূল্য ৯ হাজার কোটি টাকার বেশি।
প্রশ্ন ৪: জুহি চাওলার মোট সম্পদের পরিমাণ কত?
উত্তর: আনুমানিক প্রায় ৭ হাজার ৭৯০ কোটি টাকা।
প্রশ্ন ৫: তিনি কোন তালিকায় স্থান পেয়েছেন?
উত্তর: শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে।

