রহস্য-রোমাঞ্চে ভরা ‘হ্যায়বান’, অক্ষয়-সাইফ জুটির সঙ্গে যুক্ত হলেন যিশু সেনগুপ্ত

Published By: Khabar India Online | Published On:

১৭ বছর পর ফের একসঙ্গে বড় পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান, আর সেই সিনেমাতেই যুক্ত হলেন বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত—শুরু থেকেই যে খবরটি ঘিরে রয়েছে দারুণ রহস্য ও উত্তেজনা।

টালিউডের সফল অভিনেতা যিশু সেনগুপ্ত এর আগে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় ‘নিত্যানন্দ’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এবার তাকে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত নতুন হিন্দি সিনেমা ‘হ্যায়বান’-এ। জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা তিনিই।

‘হ্যায়বান’ মূলত পরিচালকের মালায়ালাম ব্লকবাস্টার ‘ওপ্পাম’-এর হিন্দি রূপান্তর। এই ছবিতে যিশুর সঙ্গে পর্দা শেয়ার করছেন বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান। যদিও যিশু এর আগে অক্ষয়ের সঙ্গে ‘ভূত বাংলো’ সিনেমায় অভিনয় করেছেন, তবে এবার বড় পরিসরে তাঁকে দেখা যাবে।

সিনেমাটি রহস্য-রোমাঞ্চে ভরপুর। যিশু কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনো প্রকাশ করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রেই দেখা যাবে তাকে। মালায়ালাম সংস্করণে যেখানে মোহনলাল ছিলেন মুখ্য ভূমিকায়, সেখানে হিন্দি সংস্করণে ১৭ বছর পর আবারও জুটি বাঁধছেন অক্ষয়–সাইফ।

এর আগে এই জনপ্রিয় জুটিকে দেখা গেছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’ ও ‘টশন’-এ। শোনা যাচ্ছে, ‘হ্যায়বান’-এ খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে অক্ষয়কে—যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

ইতোমধ্যেই ছবির বেশিরভাগ শুটিং শেষ হয়েছে বলে খবর। তবে যিশুর অংশের শুটিং শেষ হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। সব ঠিক থাকলে নতুন বছরে বলিউডে আরও একবার শক্ত অবস্থান তৈরি করতে চলেছেন অভিনেতা।

১. ‘হ্যায়বান’ সিনেমায় যিশু সেনগুপ্তের ভূমিকা কী?
এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র বলেই জানা গেছে।

২. অক্ষয় কুমার ও সাইফ আলি খান কত বছর পর একসঙ্গে কাজ করছেন?
১৭ বছর পর আবারও একই সিনেমায় দেখা যাবে তাদের।

৩. ‘হ্যায়বান’ কোন সিনেমার রিমেক?
এটি মালায়ালাম ব্লকবাস্টার ‘ওপ্পাম’-এর হিন্দি রিমেক।

৪. সিনেমাটিতে অক্ষয় কি খলনায়কের ভূমিকায়?
শোনা যাচ্ছে তিনি সম্ভবত ভিলেন চরিত্রে থাকবেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো নেই।

৫. কবে মুক্তি পেতে পারে ‘হ্যায়বান’?
সম্ভাব্য মুক্তির বছর ২০২৬।