এক মুহূর্তে সব কিছু থমকে যাওয়ার মতো পরিস্থিতি—ঠিক এমনই অভিযোগ তুলে এবার প্রকাশ্যে ইলন মাস্কের কাছে আবেদন জানালেন জেমিমা গোল্ডস্মিথ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী দাবি করেছেন, এক্স প্ল্যাটফর্মে তাঁর পোস্ট ইচ্ছাকৃতভাবে ফিল্টার করা হচ্ছে।
শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে জেমিমা জানান, পাকিস্তানে ইমরান খানের বর্তমান অবস্থা ও তাঁর আইনি লড়াই নিয়ে করা পোস্টগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাঁর অভিযোগ, তাঁর অ্যাকাউন্টে ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ প্রয়োগ করা হয়েছে, যার ফলে পোস্টের রিচ প্রায় শূন্যে নেমে এসেছে।
জেমিমা বলেন, প্রায় ২২ মাস ধরে ইমরান খানকে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে। তাঁর ছেলেদেরও বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি যোগাযোগের পথও কার্যত বন্ধ। তাঁর দাবি, একজন রাজনৈতিক বন্দী হিসেবে ইমরান খান মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত, আর এই বার্তা পৌঁছানোর জন্য এক্সই এখন তাঁর একমাত্র ভরসা।
ইলন মাস্ককে সরাসরি উদ্দেশ করে জেমিমা লেখেন, বাক্স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হলেও যদি কেউ কথা বলে আর কেউ না শোনে, তবে সেই স্বাধীনতার অর্থ থাকে না। তাঁর মতে, শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিক স্তরেও তাঁর পোস্টের দৃশ্যমানতা কমিয়ে দেওয়া হয়েছে।
এর আগেও জেমিমা অভিযোগ করেছিলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁর ছেলেদের দেশে এলে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খানের বোন আলিমা খানও। আদিয়ালা জেলের বাইরে তিনি অভিযোগ করেন, নিয়মিত হাজিরা দিয়েও পরিবারের সদস্যদের সঙ্গে ইমরান খানের দেখা করতে দেওয়া হচ্ছে না।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের জুলাইয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। তাঁদের মতে, ইমরান খানের কারাবাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁকে নির্বাচনী রাজনীতি থেকে দূরে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ।
প্রশ্ন 1: জেমিমা গোল্ডস্মিথ কেন ইলন মাস্কের কাছে আবেদন করেছেন?
উত্তর: তিনি অভিযোগ করেছেন, এক্সে তাঁর পোস্ট ইচ্ছাকৃতভাবে ফিল্টার করা হচ্ছে।
প্রশ্ন 2: কোন ধরনের পোস্টে সমস্যা হচ্ছে বলে দাবি জেমিমার?
উত্তর: ইমরান খানের বন্দিজীবন ও আইনি পরিস্থিতি নিয়ে করা পোস্টে।
প্রশ্ন 3: ইমরান খান কতদিন ধরে কারাবন্দী?
উত্তর: প্রায় ২২ মাস ধরে তিনি নির্জন কারাবাসে রয়েছেন বলে দাবি।
প্রশ্ন 4: জাতিসংঘ এই বিষয়ে কী বলেছে?
উত্তর: জাতিসংঘের বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
প্রশ্ন 5: জেমিমার মতে এক্স কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: তাঁর মতে, বিশ্বকে সত্য জানাতে এক্সই এখন তাঁর একমাত্র প্ল্যাটফর্ম।

