একটা সিদ্ধান্তই বদলে দিল পুরো গল্প—যে ক্রিকেটার ইতালিকে প্রথমবার বিশ্বকাপে তুলেছিলেন, তিনিই এবার বিশ্বমঞ্চে থাকছেন না। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জো বার্নসকে ছাড়াই মাঠে নামবে ইতালি ক্রিকেট দল।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগেই দল পুনর্গঠনের পথে হেঁটেছে ইতালি ক্রিকেট ফেডারেশন (এফসিআরআই)। এক বিবৃতিতে জানানো হয়েছে, সদ্য সাবেক অধিনায়ক জো বার্নসকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা বার্নস ২৩টি টেস্ট ও ছয়টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছেন। পারিবারিক কারণে ২০২৪ সালে ইতালিতে এসে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর নেতৃত্বেই গার্নসি ও স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে ইতালি।
তবে মূল পর্বে নেতৃত্ব তো নয়ই, দলের অংশই হচ্ছেন না এই অভিজ্ঞ ব্যাটার। বার্নসের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে ওয়েন ম্যাডসেনকে। ফেডারেশনের মতে, ম্যাডসেনের আন্তর্জাতিক ও ঘরোয়া অভিজ্ঞতা দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এফসিআরআই জানিয়েছে, দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ কাঠামো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু বিশ্লেষণ করে ম্যাডসেনকেই এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত নেতা মনে করছে ইতালি ক্রিকেট।
প্রশ্ন ও উত্তর
কেন জো বার্নসকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হলো?
ফেডারেশনের মতে, দল গঠন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির নতুন অধিনায়ক কে?
ওয়েন ম্যাডসেনকে নতুন অধিনায়ক করা হয়েছে।
জো বার্নস কি আগে ইতালির হয়ে নেতৃত্ব দিয়েছেন?
হ্যাঁ, তাঁর নেতৃত্বেই ইতালি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে?
ভারত ও শ্রীলঙ্কায় এই বিশ্বকাপ আয়োজন করা হবে।
ভবিষ্যতে কি বার্নস আবার ইতালি দলে ফিরতে পারেন?
এ বিষয়ে ফেডারেশন কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি।

