ইরানে অশান্তি নিয়ে আরাগচির বক্তব্য, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ

Published By: Khabar India Online | Published On:

উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ— ইরান। টানা বিক্ষোভ, অর্থনৈতিক চাপ আর আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই এবার কড়া বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী Seyed Abbas Araghchi। তাঁর দাবি, দেশের সার্বিক পরিস্থিতি এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

সোমবার রাজধানী Tehran-এ বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আরাগচি বলেন, ইরানে যা ঘটছে তা আর সাধারণ বিক্ষোভ নয়, বরং ‘সন্ত্রাসী যুদ্ধে’ রূপ নিয়েছে। তাঁর অভিযোগ, বিক্ষোভের আড়ালে সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশনা আসছে দেশের বাইরে থেকে।

আরাগচির দাবি, সরকারের হাতে এমন অডিও প্রমাণ রয়েছে যেখানে বাইরে থেকে সহিংসতার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে তিনি স্পষ্ট করে জানান, সরকার ও সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং এই সন্ত্রাসীরা কখনোই সফল হবে না। তাঁর কথায়, দেশের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের দিকে সরাসরি আঙুল তুলে তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর হস্তক্ষেপই বিদেশি শক্তিকে উৎসাহিত করেছে। একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ কিংবা সংলাপ— যে কোনো পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা এই আন্দোলনের মূল কারণ অর্থনৈতিক সংকট। দীর্ঘদিনের অবমূল্যায়নে ইরানি রিয়াল এখন বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা। ভয়াবহ মূল্যস্ফীতির কারণে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার মতো নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ।

গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘট ডাকেন। সেখান থেকেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা এখন দেশের প্রায় সব প্রদেশে বিস্তৃত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক এলাকায় স্বাভাবিক জীবন কার্যত অচল।

এদিকে ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণের কথা শোনার আশ্বাস দিয়েছেন। তবে বিক্ষোভ কোন পথে মোড় নেয়, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: ইরানের বর্তমান পরিস্থিতি কেমন?
উত্তর: সরকারের দাবি অনুযায়ী পরিস্থিতি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

প্রশ্ন ২: বিক্ষোভকে ‘সন্ত্রাসী যুদ্ধ’ বলা হচ্ছে কেন?
উত্তর: সরকারের মতে, বিক্ষোভের আড়ালে বিদেশি মদদে সহিংস নাশকতা চলছে।

প্রশ্ন ৩: বিক্ষোভের মূল কারণ কী?
উত্তর: দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও ভয়াবহ মূল্যস্ফীতি।

প্রশ্ন ৪: যুক্তরাষ্ট্রের ভূমিকা কী বলে দাবি ইরানের?
উত্তর: ইরান বলছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিক্ষোভকে উসকে দিয়েছে।

প্রশ্ন ৫: সরকার কী আশ্বাস দিয়েছে জনগণকে?
উত্তর: অর্থনীতি সংস্কার ও জনগণের কথা শোনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।