ইন্ডিগো বিপর্যয়ে উত্তাল দেশ, নয়া বার্তা দিয়ে পরিস্থিতি সামলাতে চাইছেন প্রধানমন্ত্রী

Published By: Khabar India Online | Published On:

দেশজুড়ে তীব্র অসন্তোষের মধ্যেই সামনে এল এমন এক বার্তা, যা পরিস্থিতিকে নতুন দিশা দিতে পারে। ইন্ডিগো বিমান বাতিল ও বিশৃঙ্খলার জেরে উত্তপ্ত দেশ, নাজেহাল যাত্রীরা—এই সংকটের মাঝেই সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কোনও নিয়ম বা আইন যেন সাধারণ মানুষকে অযথা কষ্ট না দেয়। তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়ম তৈরি হয় ব্যবস্থার উন্নতির জন্য—মানুষকে হয়রান করার জন্য নয়। বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও জানান, সরকার চায় যেন কোনও নাগরিক সমস্যায় না পড়েন এবং নিয়ম সবসময় মানুষের সুবিধাকেই প্রাধান্য দেয়।

গত এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় নিয়মকাঠামোর ফলে প্রবল পাইলট সংকটে পড়েছে ইন্ডিগো। এর জেরে দিনেদিনে বাতিল হচ্ছে বহু উড়ান, দেরিও হচ্ছে অসংখ্য। দেশের বিভিন্ন বিমানবন্দরে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা, হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে জাতীয় স্তরে।

ডিজিসিএ ইতিমধ্যেই ইন্ডিগোর সিইও এবং সিওও-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পরে সংস্থার পক্ষ থেকে সতর্কতামূলক চিঠি পাঠিয়েও প্রতিক্রিয়া জানানো হয় বলে সূত্রের দাবি। বিরোধীরা এই ঘটনার জন্য সরাসরি কেন্দ্রকেই দায়ী করে তীব্র আক্রমণ শানিয়েছে।

চাপ বাড়তে থাকায় মঙ্গলবার জরুরি উচ্চ-স্তরের বৈঠক ডাকে কেন্দ্র। সেই বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও বিভিন্ন বিমান সংস্থার শীর্ষ কর্তারা পরিস্থিতি সামলানোর পথ খুঁজতে আলোচনায় বসেন। সূত্রের খবর, ইন্ডিগোর দৈনিক প্রায় ৫ শতাংশ উড়ান—অর্থাৎ প্রায় ১১৫টি ফ্লাইট—অন্য ভরসাযোগ্য সংস্থার কাছে হস্তান্তরের পরিকল্পনা চলছে।

এছাড়াও, ইন্ডিগোকে উচ্চ-চাহিদার রুটে ফ্লাইট কমানোসহ সংশোধিত সময়সূচী জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে নতুন শিডিউল জমা দিতে হবে সংস্থাকে।

1. কেন ইন্ডিগো বিমান বাতিলের সংখ্যা এত বেড়েছে?
কেন্দ্রীয় নিয়মপ্রয়োগের ফলে পাইলট সংকট তৈরি হওয়ায় ইন্ডিগো স্বাভাবিক অপারেশন বজায় রাখতে পারছে না।

2. প্রধানমন্ত্রী মোদি এই পরিস্থিতিতে কী বলেছেন?
তিনি জানিয়েছেন, কোনও নিয়মই মানুষের হয়রানির কারণ হওয়া উচিত নয়; আইন সবসময় নাগরিক সুবিধাকে প্রাধান্য দেবে।

3. ডিজিসিএ ইন্ডিগোর বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে?
ডিজিসিএ ইন্ডিগোর সিইও ও সিওও-কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

4. যাত্রীদের সমস্যার সমাধানে সরকার কী করছে?
সরকার উচ্চ-স্তরের বৈঠক ডেকে অন্যান্য সংস্থার কাছে বাতিল ফ্লাইট হস্তান্তরের পরিকল্পনা করছে।

5. ইন্ডিগোর সংশোধিত সময়সূচী কবে জমা দিতে হবে?
সংস্থাকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে নতুন শিডিউল জমা দিতে বলা হয়েছে।