ঢাকায় ভিসা কেন্দ্র বন্ধ ভারতের, কড়া বার্তা দিল্লির

Published By: Khabar India Online | Published On:

ঢাকায় হঠাৎ করে বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা পরিষেবা—এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল ভারত-বাংলাদেশ সম্পর্কে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র আকার নিয়েছে। মৌলবাদী গোষ্ঠীর উস্কানিতে তৈরি হওয়া এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মহম্মদ ইউনুসের আমলে একাংশ রাজনৈতিক নেতা নিয়মিতভাবে দুই দেশের সম্পর্কে বিষ ঢালছেন।

এই আবহে বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের দিকে ‘মার্চ টু হাইকমিশন’-এর ডাক দেয় তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা। নিরাপত্তা পরিস্থিতির অবনতি আশঙ্কায় কড়া অবস্থান নেয় ভারত।

বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। সেখানে কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানায় ভারত সরকার।

একই সঙ্গে নিরাপত্তার কারণে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুর দু’টো থেকে যমুনা ফিউচার পার্কে থাকা ভিসা কেন্দ্রের সমস্ত পরিষেবা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকায় চরম অস্থিরতা তৈরি হয়। সেই সময় ভারতীয় হাইকমিশনের বহু কর্মী ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে শুধুমাত্র জরুরি কর্মীরাই সেখানে রয়েছেন। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ওঠানামা চলছে।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: কেন ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে?
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশ্ন ২: ভিসা কেন্দ্র কবে থেকে বন্ধ?
বুধবার স্থানীয় সময় দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

প্রশ্ন ৩: বাংলাদেশি দূতকে কেন তলব করা হয়েছে?
ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক প্রতিবাদের জন্য।

প্রশ্ন ৪: ‘মার্চ টু হাইকমিশন’ কী?
ভারতীয় হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিলের ডাক।

প্রশ্ন ৫: এতে কি ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত হবে?
বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে কূটনৈতিক সম্পর্কে চাপ বাড়তে পারে।