ব্রিগেডে সভার প্রস্তুতিতে গিয়ে বিক্ষোভের মুখে সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

Published By: Khabar India Online | Published On:

হঠাৎই ব্রিগেড ময়দানে থমকে গেল এক রাজনৈতিক প্রস্তুতি। সোমবার দুপুরে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সভার জন্য ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

মাঠে তখন কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। হুমায়ুন কবীরকে দেখেই তাঁরা ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। ‘গো ব্যাক’ এবং ‘বিজেপির দালাল দূর হটো’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেন।

বিক্ষোভের সময় হুমায়ুনের গাড়ি ঘিরেও প্রতিবাদ দেখানো হয়। যুবকদের একাংশের অভিযোগ, হুমায়ুন বিজেপির হয়ে কাজ করে বাংলার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চাইছেন। তাঁরা নিজেদের গার্ডেনরিচ এলাকার বাসিন্দা বলেও পরিচয় দেন।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত গাড়ি নিয়ে ব্রিগেড ময়দান ছাড়েন ভরতপুরের বিধায়ক। যাওয়ার আগে তিনি বলেন, যে কেউ বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে জানান, এই সরকারকে হটাতে তাঁরা সভা করবেই।

হুমায়ুন কবীর জানান, বিধানসভা ভোটের আগে শক্তি প্রদর্শনের লক্ষ্যেই ৩১ জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে ব্রিগেডে সভা করার পরিকল্পনা রয়েছে। সভার অনুমতির জন্য তিনি নিয়ম মেনে সেনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করবেন বলেও জানান।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন 1: কেন ব্রিগেডে গিয়েছিলেন হুমায়ুন কবীর?
উত্তর: নতুন দল জনতা উন্নয়ন পার্টির সভার প্রস্তুতি ও মাঠ পরিদর্শনের জন্য।

প্রশ্ন 2: কারা বিক্ষোভ দেখায়?
উত্তর: নিজেদের তৃণমূল কর্মী দাবি করা কয়েকজন যুবক।

প্রশ্ন 3: বিক্ষোভকারীদের মূল অভিযোগ কী?
উত্তর: হুমায়ুন বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ তোলেন তাঁরা।

প্রশ্ন 4: হুমায়ুন কবীর কী প্রতিক্রিয়া দেন?
উত্তর: তিনি বলেন, যে কেউ বিক্ষোভ দেখাতে পারে এবং সভা হবেই।

প্রশ্ন 5: কবে ব্রিগেডে সভা করার পরিকল্পনা?
উত্তর: ৩১ জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে।