১৮২ আসনে লড়াইয়ের ঘোষণা হুমায়ুন কবীরের, বিধানসভা ভোটে বড় চমকের ইঙ্গিত

Published By: Khabar India Online | Published On:

ভোটের ময়দানে নতুন উত্তেজনা। রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিসর আরও বাড়ালেন তৃণমূল ছেড়ে নিজের দল গড়া নেতা Humayun Kabir। শনিবার জনতা উন্নয়ন দলের প্রতিষ্ঠাতা স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা ভোটে তাঁর দল ১৮২টি আসনে লড়াই করবে।

হুমায়ুনের দাবি, বিজেপিকে রুখতেই এই লড়াই। সেই লক্ষ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সঙ্গে জোটের পথে হাঁটছেন তিনি। পাশাপাশি আসাদউদ্দিন ওয়েইসির মিমের সঙ্গেও হাত মেলানোর চেষ্টা চলছে বলে জানান হুমায়ুন। যদিও আইএসএফের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে ১৩৫টি আসনে লড়াইয়ের কথা বললেও, এবার সেই সংখ্যা অনেকটাই বাড়ালেন ভরতপুরের বিধায়ক। তাঁর কথায়, ১৮২ আসনে লড়াই করে এমন ফল আসবে, যা বাংলার রাজনীতিতে ‘মিরাকল’ হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, ওয়াকফ আইন সহ একাধিক ইস্যুতে মুসলিম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

ভোট প্রচারেও আক্রমণাত্মক হুমায়ুন। দিনে তিনটি করে বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন, প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের কথাও জানান তিনি। জোট ও আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন হুমায়ুন। তার পরই রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ স্পষ্ট হবে বলে ইঙ্গিত।

প্রশ্ন ও উত্তর


Q1. হুমায়ুন কবীরের দল কত আসনে লড়বে?
A1. জনতা উন্নয়ন দল ১৮২টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Q2. কোন কোন দলের সঙ্গে জোটের সম্ভাবনা রয়েছে?
A2. আইএসএফ-এর সঙ্গে জোটের কথা বলেছেন হুমায়ুন, মিমের সঙ্গেও আলোচনা চলছে।

Q3. হুমায়ুনের মূল লক্ষ্য কী?
A3. তাঁর দাবি, বিজেপিকে রোখাই তাঁদের প্রধান লক্ষ্য।

Q4. কবে জোট চূড়ান্ত হবে?
A4. ৩১ ডিসেম্বরের মধ্যে জোটের বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে।

Q5. ভোট প্রচারে কী বিশেষ পরিকল্পনা রয়েছে?
A5. দিনে তিনটি কেন্দ্রে প্রচার ও সময় বাঁচাতে হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে।