ভালোবাসা আর কতদূর

Published By: Khabar India Online | Published On:

ভালোবাসা আর কতদূর 

 

লোপামুদ্রা কুন্ডু

ভোর হতে মুখের উপর রোদ বুলিয়ে বুকে টানো
ভালোবাসা, কাঁচুলির আঁটি, খড়, নদী, মেহন, সব ধুয়ে
একখানি টলটলে মেটে সিঁদুর মাখা সূর্য।

বসে বসে প্রার্থনার মত কবিতা পড়ি।
এছাড়া সোনাদানা, বিছানা, বালিশ, ঘরবাড়ি, তেমন কিছুই নেই,
যা তোমার মনের মত, তোমাকে পাঠাতে পারি।

ভালোবাসা আর কতদূর, বলতে বলতে
এই যে এখন তোমার মুখে দীর্ঘ চুম্বন আঁকি,
যদিও নগরী বলতে খানিক অন্তঃপুর,
অতঃপর, চুম্বন শেষ হলে সে চুম্বন তুমি কুড়িয়ে নিয়ে ফিরে যাও
যেন অভাগার কেউ নেই জগতে
তাই দিতে এসেছিলে মোলায়েম প্রেম, এই সকল বিপুলা ত্রিদিগন্ত,
আমি ছোট্ট ডিঙি নৌকা
কোলে শুয়ে, এ তোমার বক্ষ-সমুদ্দুর…।