হোটেলে আর আধার কার্ডের ফটোকপি নয়! নতুন কড়া নির্দেশ UIDAI-এর

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই বদলে যেতে চলেছে হোটেল বুকিং বা ইভেন্টে ঢোকার নিয়ম—আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)।

নতুন নির্দেশিকা অনুযায়ী, হোটেল, গেস্টহাউস, OYO, ইভেন্ট আয়োজক-সহ কোনও বেসরকারি প্রতিষ্ঠান আর গ্রাহকের আধার কার্ডের ছবি বা হার্ড কপি নিজেদের কাছে রাখতে পারবে না। এর বদলে সম্পূর্ণ ডিজিটাল আধার যাচাই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে।

UIDAI জানিয়েছে, এতদিন আধারের ফটোকপি নেওয়ার ফলে তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ছিল। ডিজিটাল যাচাই চালু হলে পরিচয় নিশ্চিত করা যেমন দ্রুত হবে, তেমনই গ্রাহকের গোপনীয়তাও বজায় থাকবে।

নতুন নিয়মে, যে সব বেসরকারি সংস্থা আধার যাচাই করতে চাইবে, তাদের UIDAI-এর কাছে Offline Verification Seeking Entity (OVSE) হিসেবে নথিভুক্ত হতে হবে। নথিভুক্ত সংস্থাগুলি QR কোড স্ক্যান, API ইন্টিগ্রেশন বা নতুন আধার অ্যাপের মাধ্যমে পরিচয় যাচাই করতে পারবে।

UIDAI প্রধান ভূবনেশ কুমার জানিয়েছেন, নতুন অ্যাপটি অ্যাপ-টু-অ্যাপ যাচাইয়ের মাধ্যমে কাজ করবে, যাতে কেন্দ্রীয় ডেটাবেসে বারবার সংযোগের প্রয়োজন না পড়ে। ফলে নেটওয়ার্ক সমস্যা বা সার্ভার ডাউন হলেও পরিষেবা ব্যাহত হবে না।

এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো “selective disclosure”। অর্থাৎ গ্রাহক নিজেই ঠিক করবেন কোন তথ্য তিনি শেয়ার করবেন। নাম, বয়স বা ঠিকানার নির্দিষ্ট অংশ ছাড়া সম্পূর্ণ আধার তথ্য আর কারও কাছে প্রকাশ পাবে না।

UIDAI আরও জানিয়েছে, নতুন অ্যাপে বাসস্থান সংক্রান্ত তথ্য আপলোড করা যাবে এবং যাঁদের নিজস্ব মোবাইল ফোন নেই, তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতায় থাকবেন। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রযুক্তি চালু করা হচ্ছে।

এই নতুন নিয়ম কার্যকর হলে হোটেল, বুকিং প্ল্যাটফর্ম ও বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে পরিচয় যাচাই হবে আরও নিরাপদ, দ্রুত এবং নির্ভরযোগ্য।

1. হোটেলে কি আর আধার কার্ডের ফটোকপি দিতে হবে?
না, নতুন নিয়মে আধারের ফটোকপি বা ছবি জমা দেওয়া নিষিদ্ধ।

2. পরিচয় যাচাই হবে কীভাবে?
QR কোড, API বা আধার অ্যাপের মাধ্যমে ডিজিটাল যাচাই হবে।

3. কোন সংস্থাগুলি আধার যাচাই করতে পারবে?
UIDAI-তে OVSE হিসেবে নথিভুক্ত সংস্থাগুলি।

4. গ্রাহকের কোন তথ্য শেয়ার হবে?
গ্রাহক যে তথ্য অনুমতি দেবেন, শুধুমাত্র সেটুকুই।

5. এই নিয়ম কাদের জন্য প্রযোজ্য?
হোটেল, গেস্টহাউস, বুকিং প্ল্যাটফর্ম ও ইভেন্ট আয়োজকদের জন্য।