স্তব্ধ শ্রাবণ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ   

 

স্তব্ধ শ্রাবণ

মন-খারাপি বর্ষা যখন ঝমঝমিয়ে নামল,
ব্যস্ততম তিলোত্তমা হ্যাঁচকা ব্রেকে থামল।
আমরা দুজন বন্দী তখন বৃষ্টিভেজা জানলা-ফ্রেমে
খুচরো কথা আবেগ ব্যথা নীরব হয়ে গেছে থেমে।।

বহুদিনের মনের কথা নামছে আজ আকাশ বেয়ে
বাষ্পভারী মেঘেরা যে আকাশ জুড়ে ছিল ছেয়ে।
বুকের খাঁজে যে রাগ বাজে সেইতো মেঘমল্লার
বর্ষাস্নাত পারিজাত ফুটিয়েছে যে আজ আষাঢ়।।

ইঞ্চিখানি ব্যবধানী হৃদয়জুড়ে প্লাবনধারা-
অবিনশ্বর মুহূর্তরা জগৎভোলা আত্মহারা।
ভিতর বাহির চিত্রস্থির, মেঘের দায় পড়ে ঝরে,
ক্যাপাচিনো কাপ হারিয়ে তাপ, অনাদরে থাকে পড়ে।।

মৌলি বণিক। লেখিকা।

 

লেখিকা, বাচিক শিল্পী, সঞ্চালিকা।
লেখালিখি তে যুক্ত দীর্ঘদিন। বহু পুস্তক ও পত্রিকায় সম্পাদনা য় যুক্ত। বাংলাদেশ থেকেও প্রকাশিত ও সম্পাদিত হয়েছে কাব্যগ্রন্থ।
আবৃত্তি, শ্রুতি নাটক ও সঞ্চালনা করি বহু মঞ্চ অনুষ্ঠান ও অনলাইন অনুষ্ঠান।