গুজরাটে বন্ধুদের বিবাদে নৃশংস খুন, দেহ মিলল টুকরো অবস্থায়

Published By: Khabar India Online | Published On:

গুজরাটের নিস্তব্ধ এক গ্রাম আচমকাই শিউরে উঠল এক নারকীয় হত্যার ঘটনায়। বন্ধুকে নিয়ে সাধারণ বিবাদ যে এত বড় বিপর্যয় ডেকে আনবে, তা কেউই ভাবতে পারেনি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য।

নকত্রাণার মুরু গ্রাম থেকে ২ ডিসেম্বর নিখোঁজ হন ২০ বছরের রমেশ মহেশ্বরী। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কয়েক দিন পর সন্দেহ ঘনীভূত হতে থাকে রমেশের বন্ধু কিশোরের দিকে। জিজ্ঞাসাবাদে কিশোর ভেঙে পড়তেই প্রকাশ্যে আসে নৃশংস সত্য।

তদন্তে জানা যায়, ইনস্টাগ্রামে রমেশের এক পরিচিত তরুণীকে বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছিল কিশোর। তরুণী বিষয়টি রমেশকে জানালে দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। রাগে অন্ধ হয়ে বন্ধুকেই খুনের ফন্দি আঁটে অভিযুক্ত।

পুলিশ জানায়, কিশোর রমেশকে গ্রামের বাইরে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। এরপর ছুরি দিয়ে দেহের মাথা, হাত ও পা আলাদা করে ফেলে। ধরা পড়ার ভয়ে দেহের কিছু অংশ কুয়োয় ফেলেও দেয় সে, বাকি অংশ মাটি চাপা দেয় কাছেই।

তার বয়ানের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। বর্তমানে কিশোর পুলিশি হেফাজতে এবং এই বিভৎস মামলার তদন্ত চলছে।

1. ঘটনাটি কোথায় ঘটেছে?
গুজরাটের নকত্রাণার মুরু গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে।

2. নিহত যুবকের নাম কী?
নিহত যুবকের নাম রমেশ মহেশ্বরী।

3. খুনের কারণ কী ছিল?
এক তরুণীকে ইনস্টাগ্রামে প্রস্তাব দেওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বিবাদ থেকেই খুনের ঘটনা ঘটে।

4. দেহের অংশ কীভাবে উদ্ধার হয়েছে?
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে মাটি খুঁড়ে এবং কুয়ো থেকে দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।

5. অভিযুক্ত এখন কোথায়?
অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।