হঠাৎ করেই বড় সিদ্ধান্ত নিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। সমালোচনার ঝড়ের মুখে পড়ে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোক দিয়ে অশালীন ছবি তৈরি করার সুবিধা বন্ধ করে দেওয়া হলো।
এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে গ্রোক ব্যবহার করে বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে বিকিনি, অন্তর্বাস বা উন্মুক্ত পোশাকে দেখানো যাবে না। এই নিষেধাজ্ঞা সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হবে, এমনকি অর্থ পরিশোধকারী গ্রাহকরাও আর এই সুবিধা পাবেন না।
প্রতিষ্ঠানটির দাবি, আইন লঙ্ঘন ও প্ল্যাটফর্মের নীতিমালা ভঙ্গ ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রোকের অপব্যবহার করে যেন কেউ বেআইনি কনটেন্ট তৈরি করতে না পারে, সেটিই মূল লক্ষ্য।
সম্প্রতি গ্রোক দিয়ে তৈরি যৌন আবেদনময় ডিপফেক ছবি নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, অনুমতি ছাড়াই বাস্তব মানুষের ছবি ব্যবহার করে অশালীন কনটেন্ট তৈরি করা হচ্ছে। এমনকি শিশুদের ছবিও এতে ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন সংগঠন দাবি করে।
এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শীর্ষ কৌঁসুলি গ্রোক দিয়ে তৈরি যৌন ডিপফেক ছড়িয়ে পড়ার ঘটনা তদন্তের কথা জানান। শিশুদের ছবি এতে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এক্স আরও জানিয়েছে, যেসব দেশে এ ধরনের কনটেন্ট আইনত অবৈধ, সেখানে অঞ্চলভিত্তিকভাবে এই ফিচার বন্ধ থাকবে। এই ব্যবস্থাকে ‘জিওব্লকিং’ বলা হচ্ছে।
তবে কিছু সীমিত ছাড় থাকছে। এক্সের মালিক Elon Musk জানিয়েছেন, কেবল কল্পিত প্রাপ্তবয়স্ক চরিত্রের ক্ষেত্রে সীমিত কিছু দৃশ্য দেখানোর অনুমতি থাকতে পারে। তবে বাস্তব কোনো মানুষের ছবি ব্যবহার করা যাবে না।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে এই সিদ্ধান্ত সময়োপযোগী। তবে প্রযুক্তিগত নিয়ন্ত্রণের পাশাপাশি শক্ত আইন ও কার্যকর নজরদারিও জরুরি।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: গ্রোক দিয়ে কী ধরনের ছবি তৈরি করা এখন নিষিদ্ধ?
উত্তর: বাস্তব মানুষের ছবি সম্পাদনা করে অশালীন বা উন্মুক্ত পোশাকে দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রশ্ন ২: এই নিষেধাজ্ঞা কাদের জন্য প্রযোজ্য?
উত্তর: সব ব্যবহারকারীর জন্য, অর্থ পরিশোধকারী গ্রাহকরাও এর বাইরে নন।
প্রশ্ন ৩: কোন কারণে এক্স এই সিদ্ধান্ত নিল?
উত্তর: আইন লঙ্ঘন, নীতিমালা ভঙ্গ এবং ডিপফেক অপব্যবহার ঠেকাতে।
প্রশ্ন ৪: সব দেশে কি গ্রোকের এই ফিচার বন্ধ?
উত্তর: যেসব দেশে আইন অনুযায়ী এ ধরনের কনটেন্ট অবৈধ, সেখানে জিওব্লকিংয়ের মাধ্যমে বন্ধ রাখা হবে।
প্রশ্ন ৫: ভবিষ্যতে কি এই সিদ্ধান্ত বদলাতে পারে?
উত্তর: আইন ও দেশভেদে নীতিমালা অনুযায়ী পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এক্স।

