হঠাৎ করেই গুগল সার্চে স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরে আর দেখা যাচ্ছে না ‘এআই ওভারভিউ’। বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগের পর এমন পদক্ষেপ নিল প্রযুক্তি জায়ান্টটি।
সম্প্রতি এক ব্রিটিশ সংবাদমাধ্যমের অনুসন্ধানে উঠে আসে, কিছু চিকিৎসা সংক্রান্ত প্রশ্নে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সারাংশ অসম্পূর্ণ বা ভুল তথ্য দেখাচ্ছিল। এতে ব্যবহারকারীরা নিজেদের স্বাস্থ্য রিপোর্ট নিয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়।
উদাহরণ হিসেবে বলা হয়, লিভার ব্লাড টেস্টের স্বাভাবিক মাত্রা জানতে চাইলে এআই ওভারভিউ নির্দিষ্ট কিছু সংখ্যা দেখালেও বয়স, লিঙ্গ বা শারীরিক বৈশিষ্ট্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেয়নি। ফলে অনেকের পরীক্ষার ফল স্বাভাবিক মনে হলেও বাস্তবে তা নাও হতে পারে।
এই প্রতিবেদন প্রকাশের পর ‘what is the normal range for liver blood tests’ কিংবা ‘liver function tests’–এর মতো অনুসন্ধান থেকে এআই ওভারভিউ সরিয়ে নেয় গুগল। কিছু বিকল্প শব্দে আগে সারাংশ দেখা গেলেও পরে সেগুলোর ক্ষেত্রেও ফিচারটি বন্ধ করা হয়।
তবে ব্যবহারকারীরা এখনো ‘এআই মোডে’ প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। গুগল জানিয়েছে, সার্চের মান উন্নত করতে তারা নিয়মিত কাজ করছে, যদিও নির্দিষ্ট কনটেন্ট অপসারণ নিয়ে সরাসরি মন্তব্য করেনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে সামান্য ভুলও বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই এআই ব্যবহারে আরও সতর্কতা জরুরি।
প্রশ্ন ও উত্তর
কেন গুগল এআই ওভারভিউ সরাল?
স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রশ্নে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগের কারণে।সব স্বাস্থ্য সার্চ থেকেই কি এআই ওভারভিউ বন্ধ?
না, আপাতত নির্দিষ্ট কিছু চিকিৎসা সংক্রান্ত অনুসন্ধানে এটি সরানো হয়েছে।এআই ওভারভিউ কী?
এটি গুগলের এআইভিত্তিক সারাংশ, যা সার্চের উপরে সংক্ষিপ্ত উত্তর দেখায়।এখন স্বাস্থ্য তথ্য কীভাবে পাওয়া যাবে?
ব্যবহারকারীরা ওয়েবসাইটের লিংক ও বিশ্বস্ত উৎস থেকে তথ্য দেখতে পারবেন।ভবিষ্যতে কি এআই ওভারভিউ ফিরবে?
গুগল জানিয়েছে, উন্নতির পর ফিচারটিতে পরিবর্তন আসতে পারে।

